ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৪:০৭ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

উপাচার্যকে নিয়ে ‘অসত্য’ বক্তব্যের প্রতিবাদ ঢাবির

বাঁয়ে উপাচার্য নিয়াজ আহমদ খান, ডানে আইনজীবী জেড আই খান পান্না। ছবি : সংগৃহীত
বাঁয়ে উপাচার্য নিয়াজ আহমদ খান, ডানে আইনজীবী জেড আই খান পান্না। ছবি : সংগৃহীত

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের লাইভ টকশো চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান সম্পর্কে আইনজীবী জেডআই খান পান্নার ‘অবমাননাকর’ ও ‘অসত্য’ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান সম্পর্কে আইনজীবী জেডআই খান পান্নার অবমাননাকর বক্তব্যের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। জেড আই খান পান্না ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির অতীত ইতিহাস’ জানার দাবি করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে তার সংশ্লিষ্টতার ইঙ্গিত করে যে বক্তব্য দিয়েছেন, তা নির্জলা ও সর্বৈব অসত্য, বিদ্বেষপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

এতে আরও বলা হয়, প্রকৃতপক্ষে, উপাচার্য জীবনের কোনো পর্যায়ে কোনো ধরনের রাজনৈতিক দলীয় সংগঠনের সঙ্গে কখনো সম্পৃক্ত ছিলেন না। ভবিষ্যতেও তার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ নেই। এর আগে সংবাদ মাধ্যমে প্রদত্ত একাধিক বক্তব্যে উপাচার্য তার এ অবস্থান স্পষ্ট করেছেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন পুরো সময় তিনি অনাবাসিক ছাত্র ছিলেন। পান্না কিংবা তার বর্ণিত কথিত ঘটনার সঙ্গে উপাচার্যের কোনো দূরতম সম্পর্কও নেই। পান্নার এ ধরনের বক্তব্য উপাচার্যের সম্মান ও বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করেছে। এমতাবস্থায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করে, এ বিজ্ঞপ্তির মাধ্যমে উপাচার্য সম্পর্কে প্রদত্ত অসত্য ও বিদ্বেষপূর্ণ বক্তব্যকে ঘিরে জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসন হবে।

প্রসঙ্গত, কিছুদিন আগে ‘বিপুল টক’ নামক এক ইউটিউব চ্যানেলের লাইভে আইনজীবী জেডআই খান পান্না ঢাবি উপাচার্যের রাজনৈতিক মতাদর্শ জানেন বলে দাবি করেন। এ সময় তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অতীত ইতিহাস আমি জানি, চট্টগ্রামে ছাত্র থাকা অবস্থায় উনি কোন দল করত সেটাও আমি জানি। একদম ‘উগ্রপন্থি’ দল করতেন, ‘রগকাটা’ দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেসিআই ঢাকা ইউনাইটেডের নেতৃত্বে অনি-রবি

রাজশাহীতে বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত

‘পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক হলে আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারব’

চন্দনাইশের সালমা আদিল ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

হিন্দুদের ওপর সহিংসতা নিয়ে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন বিভ্রান্তিকর

সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্রদের কীর্তিগাথাকে প্রশ্নবিদ্ধ করবে : ইসলামিক ফ্রন্ট

উপদেষ্টা হাসান আরিফের প্রয়াণে পূজা পরিষদের শোক

পুলিশকে ১৫ বছর রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে : আইজিপি

লিটনের প্রশংসায় পঞ্চমুখ সালাউদ্দিন

‘হাওরের অল-ওয়েদার সড়কে সৃষ্ট সমস্যাগুলোর সমাধান করা হবে’

১০

বগুড়ায় যুবককে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

১১

ব্যাংকের মাধ্যমে ডিএমপির ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন

১২

বিএনপি নেতার বাড়ি ভাঙচুর করলেন ছাত্রদল নেতা

১৩

সরকারের কাছে বুয়েট শিক্ষার্থীদের ৫ দাবি

১৪

বগুড়ায় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

১৫

সাবেক সচিব ইসমাইল হোসেন দুই দিনের রিমান্ডে

১৬

সেন্টমার্টিনে কোস্টগার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ সামগ্রী বিতরণ

১৭

নাটোরে আগুনে পুড়ে সাংবাদিক কন্যার মৃত্যু

১৮

‘প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র যতই বাড়ছে, জাতীয় ঐক্য আরও দৃঢ় হচ্ছে’

১৯

জাহাজের অসুস্থ যাত্রীকে কোস্টগার্ডের জরুরি চিকিৎসা সহায়তা

২০
X