বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হল থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে এসব উদ্ধার করা হয়।
জানা গেছে, গত ৫ আগস্টের আগে ছাত্রলীগ নেতাকর্মীদের ব্যবহৃত কক্ষগুলোতে অভিযান চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় বিপুল রড, চাপাতি, চাইনিজ কুড়াল, হক-স্টিকসহ নানা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, হলের ৩০৫, ৩০৬, ৫০৩ ও ৫১১ নম্বর কক্ষ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব কক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা থাকতেন।
শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট মোহাম্মদ কামরুজ্জামান বলেন, অবৈধ ছাত্রদের হল ছাড়তে নোটিশ দেওয়া হয়েছিল। রাতে অভিযানে গেলে ওই সব কক্ষে অস্ত্র পাওয়া যায়। আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
মন্তব্য করুন