গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি ইতোমধ্যে শেষ হয়েছে। গত ৮ অক্টোবরে চূড়ান্ত ভর্তি শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আসন ফাঁকা রয়েছে মোট ৭৭টি।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তির টেকনিক্যাল কমিটি এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৬টি অনুষদের অধীনে ২৫টি বিভাগে মোট আসনসংখ্যা ১ হাজার ৫৭০। চূড়ান্ত ভর্তি শেষে ভর্তির আবেদন ফরম তথ্য অনুযায়ী ৭৭টি আসন ফাঁকা রয়েছে। ‘ক’ ইউনিট তথা বিজ্ঞান বিভাগে ৩৭টি, ‘খ’ ইউনিট তথা মানবিক শাখায় ২০টি এবং ‘গ’ ইউনিটে ২০টি আসন ফাঁকা রয়েছে।
জানা যায়, কৃষি গুচ্ছের ভর্তির পর আরেকটি মেরিট প্রকাশিত হবে। যারা বিষয় নির্ধারণে মেধাতালিকায় এগিয়ে থাকবে তারা সাবজেক্ট পেতে পারে। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ২১ অক্টোবর।
উল্লেখ্য, এ বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিল মোট ১৬ হাজার ৪০৯ জন।
মন্তব্য করুন