রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

৭ অক্টোবরকে ‘নিপীড়নবিরোধী দিবস’ ঘোষণার দাবি

‘নিরাপদ বাংলাদেশ চাই’ -এর সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
‘নিরাপদ বাংলাদেশ চাই’ -এর সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীকে ‘জাতীয় নিপীড়নবিরোধী দিবস’ হিসেবে ঘোষণার সংহতিপত্র প্রকাশের দাবি জানিয়েছে ‘নিরাপদ বাংলাদেশ চাই’।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ‘নিরাপদ বাংলাদেশ চাই’-এর মুখপাত্র রায়হান উদ্দিন লিখিত বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, গত ৭ অক্টোবর আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ ঢাকার শাহবাগে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে সংহতি সমাবেশ আয়োজন করে।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন শহীদ আবরার ফাহাদের গর্বিত পিতা মো. বরকতউল্লাহ ও তার ছোট ভাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাইয়াজ। সমাবেশ থেকে শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী (৭ অক্টোবর)-কে জাতীয় নিপীড়নবিরোধী দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য দাবি জানানো হয়।

রায়হান বলেন, নিরাপদ বাংলাদেশ চাই ঘোষিত দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের নেতারা। আমরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, নিরাপদ বাংলাদেশ চাই কর্তৃক ৭ অক্টোবরকে ‘জাতীয় নিপীড়নবিরোধী দিবস’ হিসেবে ঘোষণার দাবির সঙ্গে ১৩২টি রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠন একাত্বতা প্রকাশ করেছেন। ওই সংগঠনের নেতারা আমাদের ‘সংহতি বই’-তে স্মাক্ষর করার মাধ্যমে তারা এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। ৭ অক্টোবরের পরে আরও বেশকিছু সংগঠনের নেতারা আমাদের এ দাবির সঙ্গে সংহতি জানানোর জন্য ব্যক্তিগত ভাবে যোগাযোগ করেছেন। তবে পর্যাপ্ত ব্যপস্থাপনা ও পরিবেশ না পাওয়ায় আমরা সংহতিপত্র বইয়ে তাদের স্বাক্ষর সংগ্রহ করতে পারিনি।

সংগঠনটির মুখপাত্র আরও বলেন, আমরা ‘নিরাপদ বাংলাদেশ চাই’ মনে করি, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক নিপীড়িত হয়ে শাহাদাত বরণকারী বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ দেশের বিভিন্ন ক্যাম্পাসে সংগঠিত শিক্ষার্থী নিপীড়নের নমুনা মাত্র। বিগত সাড়ে ১৫ বছরে দেশের বিভিন্ন ক্যাম্পাসে অসংখ্য মেধাবী শিক্ষার্থী বিভিন্ন সময়ে ছাত্রলীগের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে।

এ ছাড়া তিনি বলেন, শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকীকে ‘জাতীয় নিপীড়ন বিরোধী দিবস’ হিসেবে ঘোষণার মাধ্যমে ছাত্রজনতার বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী নিপীড়ন বিরোধী সচেতনতা তৈরি আমাদের মূল উদ্দেশ্য। যাতে শহীদ আবরার ফাহাদের মতো কোনো শিক্ষার্থীকে নিপীড়নের শিকার না হতে হয়। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের নেতারা কর্তৃক জানানো সংহতিপত্র পৌঁছিয়ে দিতে চাই।

এর মাধ্যমে আমরা আশা করছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ৭ অক্টোবরকে জাতীয় নিপীড়নবিরোধী দিবস হিসেবে স্বীকৃতি দিতে দ্রুত উদ্যোগ নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ২৫

হিন্দু সম্প্রদায়ের পাশে আমরা বন্ধুর মতো রয়েছি : ড. ফরহাদ 

পূজা আমাদের উৎসবেরই একটা অংশ : রিজভী

দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে ৩১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

টেস্টের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ শান্তরা

পরাজয় দিয়ে বিশ্বকাপ শেষ জ্যোতিদের

ডিসিকে নিয়ে চট্টগ্রামের পূজামণ্ডপে উপদেষ্টা ফারুক-ই-আজম

বিয়ের দাবিতে কিশোরীর অনশন, গাছে বাঁধা হলো রানাকে

মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নাগরিক কমিটির শুভেচ্ছা বিনিময়

১০

ঢাবিতে সংবাদ সম্মেলন / প্রতিমা ভাঙচুরের ঘটনায় দোষীদের বিচার দাবি

১১

দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হতে হবে : আমীর খসরু

১২

৭ অক্টোবরকে ‘নিপীড়নবিরোধী দিবস’ ঘোষণার দাবি

১৩

বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে : টুকু

১৪

‘সরকারের বিরুদ্ধে মন খুলে সমালোচনা করুন’ 

১৫

মুন্সীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা 

১৬

ইসরায়েলের আয়রন ডোমের দুর্বলতা জেনে গেছে ইরান?

১৭

বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে ভারতের রেকর্ড সংগ্রহ

১৮

আতঙ্ক সৃষ্টি করতে নয়, দূর করতেই পুলিশ : ডিআইজি আওলাদ

১৯

জবির আইন উপদেষ্টা হলেন সাতক্ষীরার সন্তান অ্যাড. মুরাদ

২০
X