জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিসি ভবনের সামনে বেগম খালেদা জিয়ার ম্যুরাল তৈরির প্রতিবাদে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
মশাল মিছিলে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব বলেন, গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকার তার বাবার নামে মাজার তৈরি করেছে। আমাদের টাকায় তারা ম্যুরালের রাজনীতি করেছে। বিশ্ববিদ্যালয়ে আবারও পূর্বের ম্যুরালভিত্তিক রাজনীতি আমরা চাই না।
তিনি আরও বলেন, সুষ্ঠু ধারার রাজনীতি প্র্যাকটিস করতে হবে- এটাই আমাদের কাম্য। আমাদের দাবি, বেগম খালেদা জিয়ার সম্মানে প্রতিষ্ঠাতা হিসেবে সুন্দর একটি নামফলক করা হোক যেখানে কোনো ছবি বা স্কেচ থাকবে না।
ভূমি ও আইন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. ফারুক বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার নামের ফলক থাকতে পারে কিন্তু তার কোনো ছবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না। হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা ৫ আগস্টের আগের পরিবেশ ভুলে যাবেন না। যারা সে সময় ম্যুরালকেন্দ্রিক রাজনীতি করেছিল বাংলাদেশের মানুষ তাদের অপমানিত করে দেশছাড়া করেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাব্বি বলেন, ক্যাম্পাসে আবারও দলীয় রাজনীতি ও পূজনীয় রাজনীতি শুরু হচ্ছে। শ্রদ্ধার জায়গা থেকে নামফলক অবশ্যই করা যায়। কিন্তু ছবি সংবলিত নামফলক থাকবে না। জুলাই বিপ্লবের শহীদদের সঙ্গে বেইমানি করা হবে।
এর আগে একই দিন সকালে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।
মন্তব্য করুন