ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় তিনি এ পরিদর্শনে যান।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। তিনি সবার সুখ, শান্তি ও মঙ্গল কামনা করে বলেন, দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে পূজা উদযাপন উপলক্ষে গতকাল শিক্ষার্থীদের জন্য সার্বজনীন পূজা উদযাপন কমিটি-১৪৩১ এর সভাপতি ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল এবং উদযাপন কমিটির আহ্বায়ক ও আবাসিক শিক্ষক ড. কালিদাস ভক্ত কিছু নির্দেশনা দিয়েছেন। সেগুলো হলো- জগন্নাথ হলের আবাসিক/অনাবাসিক সব শিক্ষার্থীকে সার্বক্ষণিক পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে, জগন্নাথ হল প্রশাসন প্রদত্ত স্টিকার ছাড়া কোনো মোটরসাইকেল হলে প্রবেশ করতে পারবে না, শারদীয় দুর্গাপূজার ভাবগাম্ভীর্য ও পবিত্রতা সর্বদা বজায় রাখতে হবে, বিশেষ প্রয়োজন ব্যতিরেকে উপাসনালয়ের মূল বেদিতে ওঠা যাবে না, উপাসনালয়ে সকল ধর্ম-বর্ণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করতে হবে এবং কোনো ধর্মের প্রতি বিরূপ মন্তব্য করা হতে বিরত থাকতে হবে।
এ ছাড়া উপাসনালয়ে দেশ ও রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য/মন্তব্য করা যাবে না, হল প্রশাসনের অনুমতি ছাড়া ভবনে/রুমে কোনো অতিথি নেওয়া যাবে না, সন্দেহভাজন কাউকে দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে, পার্টি স্প্রে, গ্যাস বেলুন, আতশবাজি ইত্যাদির হলের মধ্যে রাখা নিষিদ্ধ, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, জগন্নাথ হল সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি ও হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, হলের আবাসিক শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন