ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আবরারের পরিবারের কাছে ক্ষমা চাইলেন বুয়েটের নতুন ভিসি

আবরারের বসবাসকৃত আবাসিক হলে স্মরণ সভা। ছবি : সংগৃহীত
আবরারের বসবাসকৃত আবাসিক হলে স্মরণ সভা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শের-এ-বাংলা হলে বুয়েট শাখা ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের স্মরণে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠানটির নতুন উপাচার্য অধ্যাপক ড. এবিএম বদরুজ্জামান আবরার ফাহাদকে বাঁচাতে ব্যর্থতার দায় নিয়ে বুয়েটের পক্ষ থেকে তার বাবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

সোমবার (০৭ অক্টোবর) সকালে আবরারের বসবাসকৃত আবাসিক হলে (শের-এ-বাংলা) এই সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সভার পর হল প্রাঙ্গণে ‘আবরার ফাহাদ স্মৃতিফলক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম বদরুজ্জামান।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রথমেই আমি আবরার ফাহাদের বাবা ও তার পরিবারবর্গের কাছে ক্ষমা চাচ্ছি যে, আপনারা আবরার ফাহাদকে আমাদের হাতে তুলে দিয়েছিলেন কিন্তু আমরা তাকে রাখতে পারিনি। আল্লাহর কাছে একটিই দোয়া- ঘরে ঘরে যেন আবরার ফাহাদের মতো সন্তান আসে, যারা সত্য বলতে ভয় পাবে না, যারা দেশের জন্য লড়বে। আবরারের জীবন থেকে আমরা এ শিক্ষাই নেব।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আর যেন কারও আবরারের মতো জীবন দিতে না হয়। এই স্মৃতিফলক তৈরি করতে যা কিছু প্রয়োজন শের-এ-বাংলা হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে হাত মিলিয়ে যত তাড়াতাড়ি সম্ভব একসঙ্গে কাজ করে যাব।

স্মরণ সভা ও স্মৃতিফলক উদ্বোধনের সময় বুয়েটের ডিন, বিভাগীয় প্রধান, বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক, রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তর-পরিদপ্তরের পরিচালক, উপদেষ্টামণ্ডলী, হল প্রভোস্ট, সহকারী প্রভোস্ট ও শের-এ-বাংলা হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ হলের সব ছাত্র, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই আবরার ফাহাদের নামে স্মৃতিফলক নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্মৃতিফলক নির্মাণের সিদ্ধান্ত নেয়। পরে কমিটি গঠনের মাধ্যমে স্মৃতিফলকের নকশা নির্বাচন করে হল প্রাঙ্গণেই এই স্মৃতিফলক নির্মাণের কাজ শুরু করা হয়। শেরেবাংলা হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন আর্থিক সহযোগিতার মাধ্যমে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই নির্মাণ কাজ সম্পন্ন করার ঘোষণা দেওয়া হয়।

আবরার ফাহাদ বুয়েটের ১৭তম ব্যাচের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। ২০১৯ সালের ৭ অক্টোবর ভোররাতে বুয়েটের শের-এ-বাংলা হলের ২০১১ নম্বর রুম থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। তার আগে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা তাকে পিটিয়ে হত্যা করে। আজ ৭ অক্টোবর আলোচিত এ হত্যাকাণ্ডের পঞ্চম বর্ষ পূর্ণ হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ১৫ বছর পর হচ্ছে রেল শ্রমিক দলের ‘শোডাউন’

গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে যে হুঁশিয়ারি দিলেন এরদোয়ান

গাজীপুরে পোশাক শ্রমিকদের ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ

জাহাজের আদলে মসজিদ, নজর কাড়ছে বিশ্বের

২৪ ঘণ্টায় বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, ভর্তি ১০২

ম্যাজিস্ট্রেট উর্মিকে নিয়ে যা বললেন ঢাবি শিবির নেতা

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ৭৪ 

গাজা ও লেবাননে যা ঘটবে ইসরায়েলি বাহিনীর সঙ্গে

নারায়ণগঞ্জ মহানগর গণঅধিকারের নতুন কমিটি / গণহত্যার বিচারের আগে আ.লীগ রাজনীতি করতে পারবে না : রাশেদ খান

রংপুর বিভাগের প্রতি সীমাহীন বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ

১০

মাছ চুরির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১১

নিখোঁজ ইরানের শীর্ষ জেনারেল, বাড়ছে রহস্য

১২

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদ স্মরণে মৌন মিছিল ও স্মরণসভা

১৩

প্রধান উপদেষ্টাকে কটূক্তি, উপজেলা পরিষদের কর্মচারী বরখাস্ত

১৪

টোকিওর বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে জামায়াত নেতার সাক্ষাৎ

১৫

আরও বেশি শক্তি সঞ্চার / এগোচ্ছে হারিকেন ‘মিল্টন’, আঘাত হানবে ফ্লোরিডায়

১৬

দুর্গাপূজা উপলক্ষে সংবাদ সম্মেলনে ডেকেছে পূজা উদযাপন পরিষদ

১৭

আবরার ফাহাদ স্মরণে চবি ছাত্রশিবিরের দোয়া মাহফিল

১৮

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের বিশ্ব শিশু দিবস পালিত

১৯

জামায়াতের উদ্যোগে আশাশুনিতে সিরাতুন্নবি (সা.) পালিত

২০
X