পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৮:০৫ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ

পাবিপ্রবি ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

ছাত্রলীগ নেতা জহির রায়হান। ছবি : সংগৃহীত
ছাত্রলীগ নেতা জহির রায়হান। ছবি : সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছাত্রলীগের এক নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে বহিরাগত কয়েকজন যুবকের বিরুদ্ধে। রোববার (৬ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রলীগ নেতার নাম জহির রায়হান। তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলা বিভাগের শিক্ষার্থী।

ছাত্রলীগ নেতার বন্ধুদের অভিযোগ, বিকেল সাড়ে ৪টায় জহির রায়হান পরীক্ষা দিয়ে মেসে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় গেট থেকে অটোরিকশায় ওঠেন। অটোরিকশা ক্যালিকো কটন মিল এলাকায় গেলে সেখান থেকে তাকে মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় কয়েকজন যুবক। সেখানে তাকে মারধর করে।

তারা আরও জানান, তার বাসায় ফোন দিয়ে বিকাশে ১০ হাজার টাকা আনে এবং মোবাইল নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছেড়ে দেওয়া হয়। কারা মারধর করেছে তাদের চিনতে পারেনি জহির। তবে মারধরের সঙ্গে ক্যাম্পাসের কারো সংশ্লিষ্টতা আছে বলে আমাদের ধারণা।

ভুক্তভোগী ছাত্রলীগ নেতা জহির রায়হান বলেন, বিকেলে আমার সঙ্গে কী হয়েছে এই বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। এ নিয়ে আমি কিছু বললে ওরা আমার বড় ক্ষতি করবে। আমার জীবন এই মুহূর্তে হুমকির মুখে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা চাচ্ছি।

এ ঘটনা পরে পাবনা সদর হাসপাতালে ছাত্রলীগ নেতা জহির রায়হানকে দেখতে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হক এবং বাংলা বিভাগের চেয়ারম্যান ড. আরিফ ওবায়দুল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, যেই ঘটনা ঘটেছে সেটা মোটেও কাম্য নয়। তবে কারা ঘটিয়েছে জহির রায়হান আমাদের বলতে পারেনি। আমরা তাকে আগামীকাল লিখিত দেওয়ার জন্য বলেছি। লিখিত দিলে তদন্ত কমিটি করে দোষীদের খুঁজে বের করার চেষ্টা করব। তার নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সর্বোচ্চ সহযোগিতা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে তল্লাশি চৌকিতে সশস্ত্র হামলায় ১৬ সেনার মৃত্যু

ভারতে ‘অবৈধ বাংলাদেশিদের’ জন্য ডিটেনশন সেন্টার নির্মাণের ঘোষণা

‘দিন বদলের সুযোগে অপকর্ম নয়, সমাজকে পরিবর্তন করতে হবে’

বিভিন্ন মন্দিরে হামলার প্রতিবাদ ঐক্য পরিষদের

হারিয়ে যাওয়া ৫৩ মোবাইল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল ডিএমপি

গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন

প্রিমিয়ার লিগে আবারও হারের তিক্ত স্বাদ ম্যানসিটির

হাসান আরিফের মৃত্যুতে দেশ একজন হিতৈষী ব্যক্তিকে হারাল : ঐক্য পরিষদ

অ্যাডভান্স ফেরত না দিয়েই জ্যোতিকে বের করে দিয়েছেন বাড়িওয়ালা

কমলাপুরে যাত্রী ভোগান্তীর নাটের গুরু স্টেশন মাস্টার

১০

‘ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি’

১১

নারী ক্রিকেটে বাড়ছে সুযোগ-সুবিধা

১২

ডিসি কর্তৃক সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণে সাতক্ষীরা প্রেস ক্লাবের প্রতিবাদ

১৩

নরসিংদীতে ছেলের দায়ের আঘাতে প্রাণ গেল মায়ের

১৪

পদ্মা থেকে ৭ ব্যারেল চোরাই ডিজেল উদ্ধার, গ্রেপ্তার ২

১৫

ফাইনালে রংপুর, অপেক্ষায় ঢাকা মেট্রো ও খুলনা

১৬

মেট্রোরেল যাত্রীদের সুখবর দিল ডিএমটিসিএল

১৭

চাঁদা না দেওয়ায় কারখানা মালিককে শ্বাসরোধে হত্যা

১৮

মেছো বিড়াল হত্যার অপরাধে আসামি গ্রেপ্তার

১৯

অটোরিকশাকে লাইসেন্সের আওতায় আনা হবে : ডিএমপি কমিশনার

২০
X