বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) স্মরণসভার আয়োজন করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এই আয়োজন করা হয়। এ সময় শহীদের আত্মার মাগফেরাত কামনায় করা হয় মোনাজাত।
সভায় বক্তারা আবরার ফাহাদের স্মরণে তার জীবন, তার সাহসিকতা, এবং শিক্ষাঙ্গনে সহিংসতার বিরুদ্ধে তাদের মতামত ব্যক্ত করেন।
বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড আমাদের মনে করিয়ে দেয় যে, ছাত্র রাজনীতি যদি সঠিক পথে পরিচালিত না হয়, তবে তা কীভাবে ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে। আবরারের মতো আর কোনো শিক্ষার্থী যেন এভাবে প্রাণ না হারায়। সেই জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।
ইফতেখার রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন ভূতত্ত্ব ও খণিজবিদ্যা বিভাগের হাসিবুল হোসেন, লোকপ্রশাসন বিভাগের মোকাব্বেল শেখ, বাংলা বিভাগের আশেক এলাহী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আব্দুল কাদের জীবন, হিসাববিজ্ঞান বিভাগের মো. ইব্রাহীম, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মো. মাসুম বিল্লাহ।
মন্তব্য করুন