বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে বিশ্ববিদ্যালয়ের এক আবাসিক হলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ। পরে তার স্মরণে রাজধানীর পলাশীতে নির্মিত হয় ‘আগ্রাসনবিরোধী আটস্তম্ভ’। এ স্তম্ভ ভেঙে ফেলেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। আবরারের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফের আগামীকাল (সোমবার) সে জায়গায়ই তা পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছেন তখনকার নির্মাতারা।
গত বুধবার (২ অক্টোবর) ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সভাপতি ও বর্তমান গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আখতার হোসেন এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন।
স্ট্যাটাসটিতে তিনি লেখেন, আসছে ০৭ অক্টোবর ’২৪ বুয়েটের শহীদ আবরার ফাহাদের ৫ম শাহাদাতবার্ষিকী। এই দিন আমরা আবার শহীদ আবরার স্মরণে ‘আগ্রাসনবিরোধী আটস্তম্ভ’ পুনর্নির্মাণ করব।
এরপর আজ রোববার (০৬ অক্টোবর) আরেক পোস্টে আখতার লেখেন, দেখা হচ্ছে আগামীকাল পলাশী মোড়ে বিকাল ৩টায়। শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা এবং ‘আগ্রাসনবিরোধী আটস্তম্ভ’ পুনর্নির্মাণের আয়োজনে।
এর আগে, গত ২০২০ সালের ৬ অক্টোবর আবরার ফাহাদ হত্যার বার্ষিকী উপলক্ষে তার স্মরণে বুয়েটের পলাশী এলাকায় ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’র ব্যানারে আখতার হোসেনের নেতৃত্বে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়। অনুমতি ছাড়া ও ‘অপরিকল্পিতভাবে’ সড়কের মাঝে এ স্মৃতিস্তম্ভ স্থাপন করার একদিন পর তা গুঁড়িয়ে দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
মন্তব্য করুন