ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের ১৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) সংগঠনটির ঢাবি শাখার অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।
এতে দেখা যায়, কমিটিতে থাকা স্কিল ডেভলপমেন্ট সম্পাদক আবদুল্লাহ আল আমিন ২০১৯-২০ সেশনে ঢাবি ভর্তি পরীক্ষায় ‘ডি’ ইউনিট থেকে প্রথম হয়েছিল। বর্তমানে তিনি অর্থনীতি বিভাগের অধ্যয়ন করছেন।
বিভাগের ফলাফলের দিক দিয়েও তিনি প্রথম দিকে রয়েছে বলে শিবিরের একটি সূত্র জানিয়েছে। তবে তার সিজিপিএ কত তা জানা যায়নি।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগে প্রথম হওয়া আবদুল্লাহ আল আমিন। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ছিল ৫৯৫৯৫০। মোট ২০০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ১৮০.৬৫। এরমধ্যে জিপিএর ভিত্তিতে ৮০ নম্বরের মধ্যে পেয়েছেন ৮০।
এমসিকিউ অংশে ৭৫ এর মধ্যে পেয়েছেন ৭০.৬৫। আর লিখিত ৪৫ এর মধ্যে পেয়েছেন ৩০। তার পিতার নাম সৈয়দ সাখওয়াতুল ইসলাম। মাতা আঞ্জুমানআরা খাতুন।
মন্তব্য করুন