ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস্)-এ বিশেষায়িত উপায়ে ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালক নিয়োগের লক্ষ্যে ৩ সদস্যবিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (০২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, কমিটিতে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদকে আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জিন্নাতুন নেসা তাহমিদা বেগম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আদনান কিবার।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই সার্চ কমিটি জ্ঞান, প্রজ্ঞা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে কারস্-এর পরিচালক নিয়োগের জন্য একজনের নাম সুপারিশ করবে।
প্রসঙ্গত, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্চ কমিটির মাধ্যমে উচ্চতর গবেষণা কেন্দ্রগুলোয় বিশেষায়িত উপায়ে ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক নিয়োগের জন্য ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৩ অধ্যাপকের সমন্বয়ে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের গবেষণা কার্যক্রমের উৎকর্ষ সাধন, গবেষণার প্রতি শিক্ষকদের আগ্রহী করে তোলা এবং এ ব্যাপারে উৎসাহ প্রদানের লক্ষ্যে পর্যায়ক্রমে সার্চ কমিটি গঠনের মাধ্যমে অন্যান্য গবেষণা কেন্দ্রেও পরিচালক নিয়োগ করার পরিকল্পনা রয়েছে।
মন্তব্য করুন