কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০১:১৯ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভা-সমাবেশ না করার নির্দেশ

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস। ছবি : সংগৃহীত
গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস। ছবি : সংগৃহীত

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ না করার নোটিশ জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (২ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মঙ্গলবার (১ অক্টোবর) একটি জরুরি নোটিশ জারি করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এই বিশ্ববিদ্যালয়ের ওপর দেশের প্রায় ৩৬ লাখ শিক্ষার্থী এবং লক্ষাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর জীবন-জীবিকা ও দেশের উচ্চ শিক্ষার ভবিষ্যৎ জড়িত। এই স্থাপনার ভাব-গাম্ভীর্য, নিরাপত্তা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং এর আশপাশের এলাকায় যে কোনো ধরনের সভা-সমাবেশ না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে।’

এর আগে কলেজ ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার কলেজের একাডেমিক কাউন্সিলের ১৫৪তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

গত ২৬ সেপ্টেম্বর ছাত্রদলের নেতাকর্মীদের বেধড়ক পিটুনির অভিযোগ ওঠে ছাত্রশিবিরের বিরুদ্ধে। যদিও অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে সংগঠনটি। পরে ২৯ সেপ্টেম্বর ছাত্র-রাজনীতি বন্ধসহ পাঁচ দফা দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী কালবেলাকে বলেন, বারবার মিছিল-মিটিং হওয়ার কারণে ক্লাসের পড়াশোনায় প্রভাব পড়েছে, ছাত্রদের উপস্থিতি কমে গেছে। এভাবে মিছিল-মিটিং চললে ছাত্ররা আতঙ্কিত হয়ে যায়, অভিভাবকরা আতঙ্কিত হয়ে যায়। তাই একাডেমিক কাউন্সিলের সভা ডেকে মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে কলেজে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৫ লাখ বেতনে চাকরি দিচ্ছে কানাডা হাইকমিশন

নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে মিত্র যুক্তরাজ্য

স্বামীকে গোপন ভিডিও-ছবি পাঠাল সাবেক প্রেমিক, নববধূর আত্মহত্যা

নতুন যে সুবিধা পাওয়া যাবে গুগল লেন্সে 

রমজানে বাজার সহনশীল করার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ফেল করলে আমার-আপনার বিপদ আছে : এ্যানি

অর্থমন্ত্রী পদে বিলিয়নিয়ারকে বেছে নিলেন ট্রাম্প

‘বিএনপি সবসময় নির্বাচন কমিশনকে সহযোগিতা অব্যাহত রাখবে’

‘৭০-এর অনুচ্ছেদ বাতিল করে হাত তোলা এমপি বাদ দিতে হবে’

আরও সেন্ট্রিফিউজ চালু, পরমানু অস্ত্র তৈরি শুরুর ইঙ্গিত ইরানের?

১০

সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের পরামর্শ

১১

বৃদ্ধার ভাতার টাকা ইউপি সদস্যের পকেটে

১২

মেসি যাচ্ছেন না বার্সার অনুষ্ঠানে

১৩

‘শিবিরের নামে অপপ্রচার ভিত্তিহীন’

১৪

ড্রেনের ওপর ঢালাই দিয়ে রাস্তা বৃদ্ধি

১৫

জানা গেল অক্টোবর মাসে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা

১৬

অন্তর্বর্তী সরকারকে সঠিক ইতিহাস নির্ধারণের আহ্বান মঈন খানের

১৭

ফার্মগেটে ব্যাংকের বেজমেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

১৮

আগে স্থানীয় পরে জাতীয় নির্বাচনের পরামর্শ

১৯

মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনায় মায়ামি

২০
X