গণপিটুনির পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা ওরফে পিস্তল শামীমের মৃত্যুর ঘটনায় তুরাগ এলাকা থেকে সাইফুল ইসলাম নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৫২তম ব্যাচের (প্রথম বর্ষের) শিক্ষার্থী।
শনিবার (২ঌ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে আশুলিয়া থানার উপপরিদর্শক অলক কুমার দের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। এ নিয়ে এখন পর্যন্ত এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলো।
উপপরিদর্শক অলক কুমার বলেন, রাজধানীর তুরাগ থানার অন্তর্গত ধউর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগে ইংরেজি বিভাগের ৫০ ব্যাচের অভিযুক্ত রায়হান নামের আরেক শিক্ষার্থীকে গাজীপুর থেকে আটক করে পুলিশ। গত ১৮ সেপ্টেম্বর জাবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে গণপিটুনি দেন শিক্ষার্থীরা। এরপর পুলিশ তাকে আটক করে হাসপাতালে নিলে মারা যান তিনি।
মন্তব্য করুন