ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

তামাকমুক্ত বাংলাদেশ গড়তে যুব প্রতিনিধিদের শপথ

রাজধানীর আগারগাঁওস্থ এনজিওবিষয়ক ব্যুরোর অডিটোরিয়ামে ‘তামাক বিরোধী ইয়ুথ কনভেনশন ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
রাজধানীর আগারগাঁওস্থ এনজিওবিষয়ক ব্যুরোর অডিটোরিয়ামে ‘তামাক বিরোধী ইয়ুথ কনভেনশন ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

বাংলাদেশকে তামাকমুক্ত করতে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘তামাক বিরোধী ইয়ুথ কনভেনশন ২০২৪’।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওস্থ এনজিওবিষয়ক ব্যুরোর অডিটোরিয়ামে এর আয়োজন করে বেসরকারি সংস্থা ‘ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পূয়র-ডরপ’।

কনভেনশনে উপস্থিত তরুণ সমাজের প্রতিনিধিরা তামাকমুক্ত বাংলাদেশ গড়তে শপথ নিয়েছেন। একইসঙ্গে তারা নিজের অবস্থান থেকে জনসচেতনতা বৃদ্ধির প্রত্যয়ও ব্যক্ত করেন।

ডরপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ডরপের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আজহার আলী তালুকদার, এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. সাইদুর রহমান, সিটিএফকে বাংলাদেশের লিড পলিসি এডভাইজার মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডরপের উপনির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান। স্বাগত বক্তব্য দেন ডরপের নির্বাহী পরিচালক এইচএম নোমান নানা ব্যস্ততার কারণে অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত থাকতে পারেননি।

অনুষ্ঠানে আজহার আলী তালুকদার বলেন, নেতৃত্ব তরুণদের হাতে চলে গেছে, যারা অর্থপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম। এই নেতৃত্বের হাত ধরে আমরা একটি শক্তিশালী তামাকবিরোধী আইন প্রতিষ্ঠা করতে পারব।

সাইদুর রহমান বলেন, পাবলিক প্লেসে তীব্র ধূমপানের ওপর কঠোর নিয়মাবলি প্রয়োগ করা উচিত। যদিও ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা সম্ভব নয়। তবে আমরা অবশ্যই নির্দিষ্ট এলাকায় বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে নিষেধাজ্ঞা আরোপ করতে পারি।

মোস্তাফিজুর রহমান বলেন, তামাক চাষের ফলে আমাদের কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অথচ তামাক ব্যবসা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তরুণদেরও এই মরণঘাতী ব্যবসা বন্ধ করতে পদক্ষেপ নিতে হবে। তামাকবিরোধী আইন বাস্তবায়ন করতে হবে। এ ছাড়াও তামাক পণ্যের ওপর অতিরিক্ত কর আরোপ করা উচিত।

মূল প্রবন্ধে যোবায়ের হাসান তামাক নিয়ন্ত্রণে কয়েকটি প্রস্তাব তুলে ধরেন। সেগুলো হলো- সকল প্রকার পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বিলুপ্ত করা, তামাক পণ্যের প্রচার বন্ধ করার জন্য বিক্রয়কেন্দ্রে তামাক পণ্যের প্রদর্শন নিষিদ্ধ করা, তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম নিষিদ্ধ করা, ই-সিগারেট বা ইমার্জিং হিটেড টোব্যাকো প্রডাক্ট আমদানি, উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা, তামাক পণ্যের সকল প্রকার খুচরা ও খোলা বিক্রয় বন্ধ করা ও সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা।

উল্লেখ্য, আলোচনা শেষে ৭ জন ইয়ুথ চ্যাম্পিয়নকে ক্রেস্ট প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিএর আলোচনায় মৎস্য ও প্রাণিসম্পদ সচিব / পোষা প্রাণীর টিকা দেওয়ার বিকল্প নেই

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বৈষম্য অবসানে ১২ দফা দাবি

তথ্য কমিশন সংস্কার করে তা জনকল্যাণে ব্যবহার করবে সরকার : তথ্য সচিব

আ.লীগ বিদেশি শক্তির দালাল : চরমোনাই পীর

সংবাদ সম্মেলন করলেন কুসুম শিকদার

সাপের পোশাকে ভূমি

আ.লীগের আমলের পাচার হওয়া সম্পদ যেভাবে উদ্ধার করতে পারে বাংলাদেশ?

ডেঙ্গুতে চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু

হাসান নাসরুল্লাহর পরিচয়

মেয়ের খাবারের জন্যে বের হয়ে আর ঘরে ফেরা হলো না শহীদ শাহাবুদ্দিনের

১০

লেবাননে দ্রুত স্থল অভিযান শুরু করবে ইসরায়েল!

১১

কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে : ডিএমপি কমিশনার

১২

শিল্প কারখানায় অসন্তোষ এড়াতে নেতাকর্মীদের পাহারা দেওয়ার আহ্বান ফখরুলের

১৩

ঢাবিতে ফ্যাসিবাদবিরোধী ঘৃণাস্তম্ভ সংরক্ষণ ফলক স্থাপন 

১৪

যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উদযাপন

১৫

দেশ গঠনে তারেক রহমানকে নেতৃত্ব দিতে হবে : ফরহাদ মজহার

১৬

রোববার বিশ্ব হার্ট দিবস

১৭

ছাত্র আন্দোলনে হতাহত দুই পরিবারকে আর্থিক অনুদান

১৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটির বিলুপ্তি দাবি ছাত্র মৈত্রীর

১৯

নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন ঢাবি উপাচার্য 

২০
X