যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২০ এএম
অনলাইন সংস্করণ

যবিপ্রবিতে নবনিযুক্ত উপাচার্যের যোগদান

বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। ছবি : কালবেলা
বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। ছবি : কালবেলা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ যোগদান করেছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে নিজ কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি এ প্রক্রিয়া সম্পন্ন করেন।

যোগদান শেষে অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ ১৯৫২ থেকে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং মোনাজাত করেন। এ সময় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, শিক্ষার্থীরা হলো আমাদের মূল উপাদান, ওরা আছে বলেই আমরা আছি। আমাদের শিক্ষার্থীরা যদি তাদের জ্ঞান যথাযথভাবে ব্যবহার করতে পারে, তাহলে পৃথিবীর সব জায়গায় তারা স্থান করে নেবে। আমাদের সময় নষ্ট করা যাবে না, সময়ের সঠিক ব্যবহার করতে হবে। আমাদের ছাত্র-ছাত্রীরা যেন গর্ব করে বলতে পারে আমরা যবিপ্রবির শিক্ষার্থী। এই মাইন্ডসেট নিয়েই সবাই মিলেমিশে কাজ করতে হবে।

অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে ১৯৯৪ সালে স্নাতক, ১৯৯৫ সালে স্নাতকোত্তর ও ২০০৩ সালে এমফিল ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি জাপানের টোটরি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। শিক্ষকতার কর্মজীবন শুরু হয় ২০০১ সালে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে। পরবর্তীতে তিনি ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি ২০০৭ সালে সহকারী অধ্যাপক, ২০১০ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৩ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। তিনি ১৯৭৩ সালের ৬ এপ্রিল বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের রিশখালী গ্রামে জন্মগ্রহণ করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উপাচার্য নিয়োগের এ আদেশ জারি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বানানো বোনের বাড়িতে গাছকাটা শ্রমিকের মৃত্যু

শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

খুলেছে দেশের সব পোশাক কারখানা

কুমিল্লা-চাঁদপুর সড়কে নতুন পরিবহন চলাচল বন্ধ

গাজীপুরে সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন দুই অতিথি

পৃথিবীতে ফিরলেন তিন নভোচারী

মরুর বুকে তৈরি হচ্ছে জাদুর শহর

জবির ক্যাফেটেরিয়ায় হঠাৎ ভিসির আগমন

নেতানিয়াহুকে কড়া হুঁশিয়ারি এরদোয়ানের

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হরিনি অমরাসুরিয়া

১০

ব্যর্থ হয়েছে রুশ পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা

১১

নোবিপ্রবির জীববৈচিত্র্য রক্ষায় কাজ করবে ৫ শিক্ষক

১২

ড. ইউনূস-বাইডেন বৈঠক, হোয়াইট হাউসের বিবৃতি

১৩

আকর্ষণীয় বেতনে অফিসার নেবে প্ল্যান ইন্টারন্যাশনাল

১৪

পৃথিবী থেকে বিচ্ছিন্ন দ্বীপে যেভাবে টিকে আছে মানুষ

১৫

যবিপ্রবিতে নবনিযুক্ত উপাচার্যের যোগদান

১৬

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার কী পরিস্থিতি?

১৭

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ গ্রেপ্তার

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

বুধবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

২০
X