ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ন্যক্বারজনক হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামাতপন্থি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাদা দল। একইসাথে এ হামলায় দোষীদের বিচার দাবি করেছেন তারা।
বৃহস্প্রতিবার (৩ আগস্ট) সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ছাত্র অধিকার পরিষদের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে পুনর্নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর যোগদান করতে আসলে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমর্থে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর দফায় দফায় হামলা চালায়। এতে নুরুল হক নুরসহ সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরকার সমর্থক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুক্তবুদ্ধি ও স্বাধীন চিন্তাচর্চা ও লালনের প্রধান কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে ক্রীয়াশীল ছাত্র সংগঠনগুলো নির্বিঘ্নে তাদের কর্মসূচি পালন করবে এটিই প্রত্যাশিত। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বর্তমান আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রায় পনেরো বছর ধরে ক্যাম্পাসকে সরকার সমর্থক ছাত্র সংগঠনের একক আধিপত্যের লালনভূমিতে পরিণত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে সহঅবস্থানের ঐতিহ্যকে ভূলুণ্ঠিত করা হয়েছে। হলগুলোতে গেস্ট রুমের নামে সাধারণ নিরীহ শিক্ষার্থীদের দুর্বিসহ নির্যাতন চালানো হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বিকার ভূমিকার সুযোগে ক্ষমতাসীন দলের সমর্থক ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভয়ারণ্যে পরিণত করেছে। কিন্তু এ অবস্থা কোনোভাবেই কাম্য নয়। দ্রুত এর অবসান হওয়া প্রয়োজন। ক্যাম্পাসে সকল দল-মতের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সহঅবস্থান এবং মুক্তবুদ্ধি চর্চার উপযুক্ত গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সবার সোচ্চার হওয়া এখন সময়ের দাবি।
আরও পড়ুন : নুরসহ সহযোগীদের বেধড়ক পেটাল ছাত্রলীগ
হামলার বিচার দাবি করে তারা বলেন, আমরা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর গতকালের সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।
মন্তব্য করুন