দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য যা করার তাই করবেন বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। রোববার (২২ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় উপাচার্য বলেন, আমরা চাই শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় প্রশাসন গড়ে তুলতে। শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা দেখা হবে সবার কাজ। তাদের যা কিছু প্রয়োজন, আবাসন, ক্যান্টিন, নতুন ক্যাম্পাস, এগুলো নিয়েই আমরা কাজ করব।
উপাচার্য রেজাউল করিম বলেন, কোনো শিক্ষার্থী যদি কখনো কোনো কাজে কর্মকর্তাদের ডেস্কে গিয়ে দেখে কেউ নাই, অহেতুক কারণে অনুপস্থিত তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্লাসে শিক্ষকরা যদি রুটিন না মানেন তবে শ্রেণি প্রতিনিধির কাছে অনুরোধ থাকবে আমাদের জানাতে।
উপাচার্য আরও বলেন, আমাদের এখন চ্যালেঞ্জ। এর মধ্যে অন্যতম সিস্টেম রিস্টোর করা। ছাত্ররা যেন ঠিকমতো সার্ভিস পায়, শিক্ষকরা যেন ক্লাসে যায় সেসব নিশ্চিতই আমাদের প্রধান লক্ষ্য।
এসময় শিক্ষার্থীদের জন্য সার্কেল বাস চালুর বিষয়ে উপাচার্য বলেন, ধুপখোলা খেলার মাঠে ঘণ্টায় ঘণ্টায় সার্কেল বাস চালুর পরিকল্পনা রয়েছে আমাদের এবং শিক্ষার্থীরা যেন ক্লাস শেষে যে কোনো সময় মেট্রোরেল ধরতে পারেন সেজন্য গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত কন্টিনিউয়াস সার্কেল বাস চালুরও চিন্তা রয়েছে।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুলসহ সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর ও সাধারণ সম্পাদক মামুন শেখসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন