ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৮ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ
ঢাবিতে পিটিয়ে হত্যা

আট শিক্ষার্থী বহিষ্কার ও হল প্রভোস্টকে অপসারণ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হল। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হল। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ৮ শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করেছে হল প্রশাসন এবং তাদের বিশ্ববিদ্যালয় থেকেও সাময়িকভাবে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. শাহ্ মো. মাসুমকে অপসারণ করে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুনকে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে অভিযুক্ত ৮ জন ছাত্রের আবাসিক সিট হল প্রশাসন বাতিল করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত ৮ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের আদেশ দিয়েছে।

এতে আরও বলা হয়, ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. শাহ্ মো. মাসুমকে পরিবর্তন করে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুনকে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার রাতে ফজলুল হক মুসলিম হলের মর্মান্তিক ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত দুঃখিত ও মর্মাহত। এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততার সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণে সচেষ্ট হয়েছে ও ২৪ ঘণ্টার মধ্যে গত বৃহস্পতিবার সকাল ৮টায় হল প্রশাসন কর্তৃক তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং এই কমিটি বৃহস্পতিবার রাত ১১টায় রিপোর্ট পেশ করেছে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রক্টরিয়াল টিমের সহায়তায় তদন্ত কমিটি কর্তৃক চিহ্নিত ৮ জন অভিযুক্তের মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত এই ৮ জনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। এধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট রয়েছে ও সকলের সহযোগিতা কামনা করছে।

প্রসঙ্গত, হত্যাকাণ্ডে জড়িত শিক্ষার্থীরা (প্রাথমিক তদন্তে চিহ্নিত) হলেন- পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মো. মোত্তাকিন সাকিন শাহ, পদার্থবিজ্ঞান বিভাগের জালাল মিয়া, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সুমন মিয়া, ভূগোল ও পরিবেশ বিভাগের আল হোসাইন সাজ্জাদ, গণিত বিভাগের আহসান উল্লাহ, সমুদ্রবিজ্ঞান বিভাগের ওয়াজিবুল আলম। এই ছয়জনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাকি দুজন হলেন- উদ্ভিদবিজ্ঞান বিভাগের ফিরোজ কবির ও পদার্থবিজ্ঞান বিভাগের আবদুস সামাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তজুমদ্দিনে আকস্মিক ঝড়ে বিধ্বস্ত ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান  

কবি আল মাহমুদকে মরণোত্তর স্বাধীনতা পদক প্রদানের দাবি

অবশেষে ভারতে যাচ্ছে ইলিশ

অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত হচ্ছে : মির্জা ফখরুল

বিএনপি জনগণকে নিয়ে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে : ডা. জাহিদ

হাসিনার পালানোর খবরে কারাগারে আনন্দ মিছিল হয়েছিল : নজরুল ইসলাম

বাসায় ফিরলেও ‘খালেদা জিয়া খুব সুস্থ নন’ : মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা অবনতিকারীদের ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাবি ক্যাম্পাসে সবার সঙ্গে পরিচয়পত্র রাখার আহ্বান 

বাংলাদেশের ফিল্ডিং সাজালেন পান্ত (ভিডিও)

১০

বিশ্ব নদী দিবস / নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগ করা হবে : রিজওয়ানা হাসান

১১

প্লাস্টিক সার্জারি ইস্যুতে মুখ খুললেন পূজা চেরী 

১২

রাজনৈতিক সংস্কারে শহীদদের আকাঙ্ক্ষার প্রতিফলন চাই : ঢাবি শিবির সভাপতি

১৩

চাঁদাবাজির অভিযোগে বিজিবি সদস্য আটক

১৪

ভারতের মাটিতে জাকির-সাদমানের রেকর্ড

১৫

জাতিসংঘে যাচ্ছেন ৫৭ জনের প্রতিনিধি দল, ড. ইউনূসের ভাষণ ২৭ সেপ্টেম্বর

১৬

সাকিবকে নিয়ে প্রশ্ন তুললেন তামিম

১৭

জার্সির লোভে মেসিকে বাড়তি সুবিধা দেন রেফারি

১৮

খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘাত, থানচিতে বিক্ষোভ

১৯

উপাচার্য নিয়োগের দাবিতে ফের সড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

২০
X