ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মশাল মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এই প্রতিবাদ মিছিল করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।
প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকির বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পর ঢাবি, জাবি ও রাবিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আমরা মেনে নিতে পারি না। জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের জন্য আমরা অন্তবর্তীকালীন সরকারকে বসিয়েছি। মব জাস্টিস সামন্ত যুগের কালচার, যা এই আধুনিক সভ্যতা মেনে নিতে পারে না। সময়ক্ষেপণ না করে আইনের শাসন প্রতিষ্ঠা করে মব জাস্টিস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, দেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনটিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। এর প্রভাব যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে না আসে তাই এই ক্যাম্পাসে যারা চিহ্নিত সন্ত্রাসী তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
আরেক শিক্ষার্থী নুরাল চাকমা বলেন, ঢাবি ও জাবির বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আমাদের শিহরিত করেছে। আওয়ামী ফ্যাসিজমের শাসনকালে পাহাড় থেকে সমতলে কল্পনা চাকমাসহ যত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে কোনোটিরই সুষ্ঠু বিচার হয়নি।
তিনি বলেন, ২৪ এর জুলাই অভ্যুত্থানের পর আমরা এই বাংলায় এমন হত্যাকাণ্ড মেনে নিব না। একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাহাড় থেকে সমতলে সকল প্রকার নিপীড়নের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।
মন্তব্য করুন