জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আতিক মেসবাহ লগ্নকে সভাপতি ও শিউলী আক্তারকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
আতিক মেসবাহ লগ্ন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ও শিউলী আক্তার সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়।
কমিটির সহসভাপতি সাজিয়া ইফফাত, বেনজির আহমেদ ও অমৃতা বিশ্বাস রিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রেদুয়ান ইসলাম, অনামিকা গাইন ও আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ সাজিদা আনজুম, অর্থ সম্পাদক জুনায়েদ শেখ, কর্মশালা সম্পাদক ইয়াসমনি মাহমুদ, দপ্তর সম্পাদক আবিদুর হক রাহাত , প্রচার সম্পাদক মারুফা আক্তার লিজা, প্রকাশনা সম্পাদক ফয়সাল আকন্দ।
সভায় উপস্থিত ছিলেন জবি আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা উপদেষ্টা ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম জুয়েল, সদ্য বিদায়ী সভাপতি এহসানুল হক রকিক ও সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলামসহ সমিতির অন্য সদস্যরা।
মন্তব্য করুন