চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য পদে সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, ‘আমি কোনো ভুল করলে সেটা পত্রিকায় বড় করে লিখবেন। অন্যদিকে আমি কোনো ভালো কাজ করলে সেটা ছোট করে লিখবেন। আমি চাই আমার সমালোচনা হোক।’
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপাচার্য কার্যালয়ে দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
চবি ভিসি বলেন, আমি মাঝেমধ্যে অনলাইনে বিভিন্ন বিষয়ে লেখালেখি করি, শিক্ষার্থীরা সেখানে এসে শুধু লাইক দেয় আর সহমত জানায়। আমি সেটার পক্ষে না। আমি চাই শিক্ষার্থীরাও আমার সমালোচনা করুক।
বিশ্ববিদ্যালয়ে সার্বিক পরিস্থিতি সুন্দর করার লক্ষ্যে চবি ভিসি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কোন পর্যায়ে চলে গেছে আপনারা জানেন। আবাসিক হলগুলোর অবস্থা ভালো নেই, একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে আছে। সবার প্রথমে এই জায়গায় সংস্কার করার লক্ষ্যে কাজ করব।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের অনেক কাজ করতে হবে। ক্যাম্পাসের সমস্যার বিষয়াবলি তুলে ধরতে হবে। সব প্রকার অসঙ্গতি লেখার মাধ্যমে তুলে ধরতে হবে। তাহলেই সংস্কার সম্ভব।
এর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) প্রজ্ঞাপনের মাধ্যমে চবির ২০তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারকে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্তব্য করুন