ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সংঘটিত মব জাস্টিস এবং নৈরাজ্যের প্রতিবাদে ‘ব্রিং ব্যাক জাস্টিস’ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে জুলাই বিপ্লবীদের ‘Bring Back Justice’ কর্মসূচি।
এ সময় কর্মসূচিতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান। বক্তব্যে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঘটনা ঘটেছে এ ধরনের কোনো ঘটনা বৈষমবিরোধী ছাত্র আন্দোলন সমর্থন করে না। এমনকি ছাত্রলীগ করলেও তাকেও পিটিয়ে মারা সমর্থন করে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানাব, তারা যেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত যারা দোষী তাদের শাস্তির আওতায় নিয়ে আসে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. তারিকুল ইসলাম, ফারহান, রায়হান প্রমুখ।
এর আগে গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ওইদিন সন্ধ্যায় তাকে চোর সন্দেহে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা।
কয়েক দফায় মারধরের পর রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহতের নাম তোফাজ্জল। তার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নে। তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মন্তব্য করুন