ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এ সময় ‘আওয়ামী লীগের এজেন্ট’ হিসেবে কাজ করবে এমন কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ না দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।
বুধবার (১৮ সেপ্টেমবর) দুপুর ১২টায় এ কর্মসূচি পালন করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, অন্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনো তা হয়নি। এতে আমাদের শিক্ষা কার্যক্রম পিছিয়ে যাচ্ছে। আমরা দ্রুত উপাচার্য নিয়োগের জোর দাবি জানাচ্ছি। ছাত্র আন্দোলনের সময় যেসব শিক্ষক আমাদের পাশে ছিলেন, আমাদের জেল থেকে ছাড়িয়ে এনেছেন, সেসব শিক্ষকের মধ্য থেকে কাউকে উপাচার্য হিসেবে আমরা দেখতে চাই। আমরা বাইরের কাউকে আমাদের উপাচার্য হিসেবে মানব না। এ সময় বাইরের বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ দেওয়া হলে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারি দেন বক্তারা।
এর আগে গত শনিবার (১৫ সেপ্টেম্বর) দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে প্রধান ফটকে মিছিল ও ছাত্র সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নন এমন কাউকে উপাচার্য নিয়োগের দাবি জানান।
মন্তব্য করুন