ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘জুলাই অভ্যুত্থান পূর্ব ও পরবর্তী সাংস্কৃতিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের আর সি মজুমদার মিলনায়তনে এ আয়োজন করে জ্ঞানভিত্তিক সংগঠন বোঝাপড়া।
সেমিনারে আলোচনা করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বিশিষ্ট লেখক ও প্রকাশক মোহাম্মদ নাজিম উদ্দিন, চিন্তক ও গবেষক সারোয়ার তুষার, তুহিন খান প্রমুখ।
দেশের বর্তমান প্রেক্ষাপটে তথা জুলাই অভ্যুত্থানের পূর্বাপর পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে সংস্কৃতির ভূমিকা ও অবস্থান নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে সাংস্কৃতিক রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে মতামত প্রকাশ করেন বক্তারা। সেমিনার শেষে শ্রোতাদের জন্য ছিল উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ সকলের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে বুদ্ধিবৃত্তিক আয়োজনটি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের আয়োজন করায় জ্ঞানভিত্তিক সংগঠন ‘বোঝাপড়া’-কে সাধুবাদ জানা আলোচকরা।
মন্তব্য করুন