ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সব ধরনের দলীয় বা লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ এবং অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে সর্বাত্মক আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একত্রিত হয়ে মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যে গিয়ে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীরা এই ঘোষণা দেন।
সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন, যতদিন দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত ক্লাসে ফিরবে না এবং রাজনীতি বন্ধ করতে আন্দোলন চলমান থাকবে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী বায়জিদ ইসলাম বলেন, লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি না থাকলে গত ১৫ জুলাই ছাত্রলীগ টোকাই ভাড়া করে আমাদের ভাইবোনদের রক্তাক্ত করতে পারতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি হবে ডাকসু নির্ভর। যারা আমাদের ক্যাম্পাসে রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করবে সাধারণ শিক্ষার্থীরা তাদের কালো হাত ভেঙে দিবে।
সমাবেশে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, রাজনীতি থাকলে আমাদের মতো যারা সাইন্স ফ্যাকাল্টিতে আছি তাদের পড়াশোনা হবে না। ছাত্রলীগের রাজনীতি থাকাকালীন আমাদের সকাল ১০টায় প্রোগ্রামে নিয়ে যেত একদম বিকেল পর্যন্ত প্রোগ্রাম করতে হতো। এমনকি ক্লাস থাকলেও আমাদের জোর করে প্রোগ্রামে নিয়ে যেত ছাত্রলীগ। আমরা আর এধরনের রাজনীতি দেখতে চাই না এই ক্যাম্পাসে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলে আসছেন শিক্ষার্থীদের একাংশ। এ প্রেক্ষিতে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধও করা হয়।
এদিকে আগামী ২২ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু শিক্ষার্থীদের একাংশের দাবি দলীয় বা লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধ না হলে তারা ক্লাসে ফিরবেন না।
মন্তব্য করুন