জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তিন হলে নতুন প্রভোস্ট এবং ছাত্র পরামর্শক নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপকের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছরের জন্য ছাত্রদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম ও অগ্নিবীণা হলে প্রভোস্ট হিসেবে পপুলেশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম নিয়োগ পেয়েছেন। এ ছাড়া ছাত্রীদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট পদে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. হাবিবা সুলতানা।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল আলম। এই নিয়োগ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সম্মানি ও অন্যান্য সুবিদাধি প্রাপ্য হবেন।
মন্তব্য করুন