ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল শাখা ছাত্রদলের সভাপতি মাহবুব আলম শাহিনের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও গুলিবিদ্ধদের মাঝে নগদ অর্থসহ শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ কর্মসূচি পালন করেন তিনি।
এ সময় মাহফুজর রহমান, মোস্তাকিম, বর্ণ, শুভ সাহেদ, আনানসহ ছাত্রদলের আরও অনেকে উপস্থিত ছিলেন।
জানা গেছে, শাহিন বৈষম্যবিরোধী আন্দোলনে ১৫ জুলাই থেকে এখন পর্যন্ত ১৫৫ রোগীকে নগদ অর্থ ও খাবার বিতরণ করেছেন এবং ২৫৫ ব্যাগ রক্ত সংগ্রহ করে দেন।
এ বিষয়ে শাহিন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ি। স্বাধীনতা,সার্বভৌমত্ব,গণতন্ত্র ও আপামর ছাত্রসমাজ এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তর ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
স্বাধীনতা-উত্তর পরবর্তীতে এ দেশের সব ক্রান্তিলগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বাগ্রে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে।
মন্তব্য করুন