জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর এবং ৩ জন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপকের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান। অন্যদিকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুন নাহার, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তরিকুল ইসলাম জনি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আলিম মিয়া।
অফিস আদেশে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৬ এর প্রথম সংবিধির ১৫(১) ধারা মোতাবেক এবং পরবর্তী সিন্ডিকেটের রিপোর্ট সাপেক্ষে আগামী ২ (দুই) বছরের জন্য প্রক্টর এবং সহকারী প্রক্টরদের নিয়োগ প্রদান করা হলো। এছাড়াও শর্ত হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান এবং যে কোনো সময় কর্তব্যকর্মে নিয়োজিত থাকার কথা উল্লেখ করা হয়েছে। নবনিযুক্ত প্রক্টর ও সহকারী প্রক্টররা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সম্মানী এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
এর আগে গত ৭ আগস্ট সাবেক উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জীকে অব্যাহতি প্রদান করে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমানকে নতুন প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে দায়িত্বে যোগদান করেন নি ড. মিজানুর রহমান। এ ছাড়া ৫ জন সহকারী প্রক্টর পদত্যাগ করলে প্রায় শূন্য হয়ে পড়ে প্রক্টরিয়াল বডি।
মন্তব্য করুন