বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাউথইস্ট ইউনিভার্সিটির চার শিক্ষার্থী শহীদ মো. রাব্বি মিয়া, রাকিব হোসাইন, ইমতিয়াজ আহমেদ জাবির, রবিউল ইসলাম লিমনসহ দেশের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপউপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, শহীদ পরিবারের সদস্যরা ও সহপাঠিরা।
সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম এক লিখিত বক্তব্যে শহীদ ও আহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের জন্য শহীদদের আত্মত্যাগ ও সাহস সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন দোয়া মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং সাউথইস্ট বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফকরুদ্দিন আহমেদ, ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলের পূর্বে শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ে নামকরণকৃত ৪টি হলের নাম ফলক উন্মোচন করা হয়। এসময় অনুষ্ঠানে চার শহীদ পরিবারের সদস্যদের হাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডা. মো. আতাউর রহমান মিয়াজী দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মন্তব্য করুন