পর্দা করে ক্লাস করা ও পরীক্ষা দেওয়ায় এক ছাত্রীকে হেনস্থা করার অভিযোগ উঠেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক বাদশা মিয়ার বিরুদ্ধে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় শহীদ মিনারে অনুষ্ঠিত মানববন্ধনে আইন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী নিপা আক্তার পর্দা করায় নিজের সঙ্গে ঘটে যাওয়া হেনস্তার বিষয়টি তুলে ধরেন।
এ সময় শিক্ষার্থীরা ‘আছিস যত চাটুকার, শিক্ষা গুরুর পোশাক ছাড়’, ‘স্বৈরাচারের আস্তানা এই ক্যাম্পাসে হবে না’, ‘স্বৈরাচারের আস্তানা আইন বিভাগে হবে না’— এমন নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ভুক্তভোগী ওই ছাত্রী অভিযোগ করে বলেন, ‘পর্দা করা নিয়ে তিনি আমাকে অনেক হয়রানি করেছেন। ভার্সিটির প্রথমদিকে আমি শুধু হিজাব পরতাম। পরে আমি নিকাব পরা শুরু করি। একদিন আমি ওই শিক্ষকের কাছে হলের সিটের ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। তখন তিনি পর্দা করা নিয়ে আমার এ অবস্থা কেন, আমার বিয়ে হয়েছে কি না, আমাকে কিন্তু এইভাবে কোর্টে অ্যালাও করবে না ইত্যাদি নানা কথা শোনান।
তিনি আরও বলেন, ‘আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন তিনি আমাকে অনেক অপমানিত করেন। তিনি আমাকে বলেন, তোমার প্রবেশপত্রে যে ছবি দেখা যাচ্ছে, এখন লজ্জা করে না? মুখ খুলতে কিসের লজ্জা? আরো অনেক কথা বলে আমাকে অপমানিত করেন এবং তিনি আমার খাতায় সাইনও করতে চাননি।’
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী নোবিপ্রবি বিএমএস বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী সাজ্জাদ বিন খলিল বলেন, ‘একটি মেয়ে পর্দা করায় পরীক্ষার হলে আইন বিভাগের চেয়ারম্যান বাদশা মিয়া তার নাম জিজ্ঞেস করে বলেন, এভাবে আমি সাইন দিব না। তুমি নিকাব না খুললে আমি কীভাবে বুঝব তুমি আমার বিভাগের মেয়ে। পরে এ নিয়ে আমি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে বাদশা মিয়া আমার মোবাইল ফোনে কল করে পোস্ট ডিলিট করতে বাধ্য করেন।’
মানববন্ধনে ভুক্তোভোগী ছাত্রীর সহপাঠী অর্পিতা দাস বলেন, দ্বিতীয় বর্ষ থেকেই বাদশা স্যার নিপার সঙ্গে অস্বাভাবিক আচরণ করতেন। এর কারণ হচ্ছে সে ইসলাম ধর্ম অনুযায়ী পর্দা করতে শুরু করে। পরীক্ষার হলে এবং ভাইভা বোর্ডেও সে ধর্ম অনুযায়ী পর্দা করত। কিন্তু বাদশা স্যার তাকে মানসিক যন্ত্রণা দিতেন শুধু পর্দা করার কারণেই।
অন্য এক শিক্ষার্থী বলেন, আমাদের সংবিধানে বলা আছে কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। অর্থাৎ হিন্দু-বৌদ্ধ-মুসলিম-খ্রিস্টান প্রত্যেক ব্যক্তিরই স্বাধীনভাবে ধর্ম পালন করার অধিকার আছে। সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করার কারো কোনো সুযোগ নেই। সে জায়গায় আমাদের নিপা যদি চায় তার ধর্ম মোতাবেক চলাফেরা করবে, সেখানে কোনো শিক্ষকের কোনোভাবেই অধিকার নেই তাকে হেনস্তা করার। আমরা চাই, এমন ঘটনা নোবিপ্রবিতে আর না হোক।
জানতে চাইলে আইন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক বাদশা মিয়া বিষয়টি অস্বীকার করে বলেন, আমি পরীক্ষার হলে খাতায় স্বাক্ষর করার সময় শুধু তার নাম জিজ্ঞেস করেছি। ব্যক্তিগতভাবে তাকে আমি ভালো করে চিনি না এবং তাকে পর্দা নিয়ে কোনো কথা বলিনি।
মন্তব্য করুন