রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো থেকে অনাবাসিক শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার মধ্য তাদের হলত্যাগ করতে বলা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবাসিক হলগুলোর বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা করা হয়েছে। আবাসিকতার অনুমতিবিহীন শিক্ষার্থীদের আগামী রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার মধ্যে হলত্যাগ করতে হবে। সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে হলগুলোয় আবাসিকতা দেওয়া হবে।
হলের পরিবেশ ও শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে প্রাধ্যক্ষরা নিজ নিজ হল সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করে। কর্তৃপক্ষ সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে উপাচার্য তাদের আশ্বস্ত করেন। আলোচনায় সর্বসম্মতভাবে এসব সিদ্ধান্ত হয়।
গত বৃহস্পতিবার উপাচার্য পদে যোগদান শেষে সালেহ্ হাসান নকীব তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেছিলেন, তার একটা অঙ্গীকার হচ্ছে, হলগুলোকে সম্পূর্ণরূপে সন্ত্রাসমুক্ত করে ছাড়বেন। এ জায়গায় তিনি কাউকে ন্যূনতম ছাড় দেবেন না। হলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বশক্তি প্রয়োগ করবেন।
হলে এত দিন যা চলেছে, তা একেবারেই অতীত ইতিহাস। এখন থেকে হলে একটি ছাত্রও পেশিশক্তির চর্চা করতে পারবে না। একটি ছাত্রও আসন নিয়ে কোনো ধরনের বাণিজ্য করতে পারবে না। যারা বৈধ আসনের দাবিদার, শুধু তারাই হলে থাকতে পারবেন।
মন্তব্য করুন