বৃক্ষরোপণ কার্যক্রমকে কর রেয়াত তালিকায় যুক্ত করার দাবি জানিয়েছে সামাজিক সংগঠন গোল্ডেন বাংলাদেশ।
সোমবার (৯ সেপ্টেম্বর) দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। এ সময় কলেজ প্রাঙ্গণে নানা প্রজাতির প্রায় ৩০০ গাছ লাগানো হয়।
গোল্ডেন বাংলাদেশ উত্তরবঙ্গের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছ লাগানোর ব্যাপক কার্যক্রম শুরু করেছে। শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও গ্রাম-গঞ্জের রাস্তা-ঘাট এবং গ্রামে আন্দোলন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে গোল্ডেন বাংলাদেশ। গোল্ডেন বাংলাদেশের উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ভলেন্টিয়ার রয়েছে, তাদের মাধ্যমে গাছ লাগানো এবং পরিচর্যার কাজ করছে। গোল্ডেন বাংলাদেশের নির্বাহী পরিচালক জানান ২০৩০ সালের মধ্যে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ভলেন্টিয়ারদের মাধ্যমে শিশু-কিশোর, বিভিন্ন সামাজিক সংগঠন, মসজিদ, মন্দির, গীর্জা, ব্যবসায় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীসহ জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে গাছ লাগানো যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে।
অনুষ্ঠানে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ মাসুম রেজা অন্তরের বাবা, শহীদ রবিউল ইসলাম রাহুলের বাবা, শহীদ রুদ্র রায়ের বাবা এবং শহীদ জিয়াউর রহমানের ভাই উপস্থিত ছিলেন। এছাড়া দিনাজপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জিহাদ সরকার, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান গৌতম কুমার, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নুর মোহাম্মদসহ কয়েকজন শিক্ষক এবং গোল্ডেন বাংলাদেশের প্রায় ৫০ স্বেচ্ছাসেবী এ কার্যক্রমে অংশ নেন।
মন্তব্য করুন