ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা।
সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকসমাজ‘ এর ব্যানারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক সেলিম রায়হান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা ও আবদুল কাদের।
শিক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে খসড়া প্রস্তাব উপস্থাপন করবেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জোবাইদা নাসরিন, জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ–আল–মামুন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. খোরশেদ আলম এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ড. শাহমান মৈশান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
মন্তব্য করুন