ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) শতভাগ আবাসিকীকরণ, ১ম বর্ষের ১ম দিন থেকেই সিট প্রদান, মেয়েদের হল সংস্কার ও সংখ্যা বাড়ানো এবং হলের আশপাশের নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনের আয়োজন করেন একদল শিক্ষার্থী।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ফাতেমা তুজ জান্নাতি দীপার সঞ্চালনায় বক্তব্য দেন মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতিমা ইসলাম বন্যা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আরিফা আক্তার আশা, দর্শন বিভাগের নুসরাত জাহান নূপুর, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রিয়া মণি প্রমুখ।
ফাতিমা ইসলাম বন্যা বলেন, রাজনৈতিক দখলদারিত্বমুক্ত হওয়ার পরও সিট সংকট দূর না হওয়াই প্রমাণ করে প্রশাসনিক ব্যর্থতা। তাছাড়া শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ থেকে হল কর্তৃপক্ষ আমাকে কী কী সুবিধা দিতে পেরেছে? তার জবাবদিহিতা কোথায়?
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আরিফা আক্তার আশা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়। এখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাই পড়াশোনা করে। নিম্ন পরিবারের একজন শিক্ষার্থী কিভাবে বাইরে থাকার খরচ বহন করবে? আবার যারা বাইরে থাকি, তাদের নিরাপত্তা নিয়ে কতটুকু চিন্তা করে প্রশাসন?
নুসরাত জাহান নূপুর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী এবং পুরুষ উভয়ই মেধার ভিত্তিতে চান্স পায়। কিন্তু নারী হলের সংখ্যা ৫টি, পুরুষ হলের সংখ্যা ১২টি। এর মাধ্যমে আমরা বুঝতে পারি নারী শিক্ষার্থীদের আবাসন নিয়ে প্রশাসন কতটা উদাসীন।
মন্তব্য করুন