ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের প্রভোস্ট হিসেবে দেবাশীষ পালকে নিয়োগ দেওয়ায় মধ্যরাতে প্রাধ্যক্ষের বাংলোর সামনে বিক্ষোভ করেছেন হলটির শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের দাবি দলীয় কোনো প্রাধ্যক্ষ থাকবে না।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা অবস্থান নিলে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সেখানে যান এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করেন।
জানা গেছে, জগন্নাথ হলে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভোস্ট মৃৎশিল্প বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ পাল বিএনপিপন্থি সাদাদলের অনুসারী। তিনি হলের দায়িত্বে থাকলে হলে অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা হতে পারে এমন সন্দেহে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীরা বলেন, তিনি বিএনপিপন্থি এবং তার আগের রেকর্ডও ভালো নয়। তিনি থাকলে হলে ছাত্রদল ঢুকবে আমরা সেটা হতে দিব না। আমরা নির্দলীয় নিরপেক্ষ প্রভোস্ট চাই।
তারা আরও বলেন, দলীয় কোনো প্রভোস্ট আমরা আর দেখতে চাই না, আমরা শিক্ষার্থীবান্ধব নির্দলীয় শিক্ষক চাই। আমরা দেবাশীষ স্যারের ব্যাকগ্রাউন্ড জানি। তিনি এর আগেও নানাভাবে আলোচনায় এসেছেন। তাকে আমরা চাই না।
পরে পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সেখানে যান। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন এবং তাদের সঙ্গে বুধবার (০৪ সেপ্টেম্বর) আলোচনার কথা জানান।
এ সময় ড. নিয়াজ আহমেদ বলেন, আমার নেওয়া ১০টি সিদ্ধান্তের একটা ভুল হতেই পারে। সেজন্যই আমাদের মধ্যে আলোচনা করা জরুরি।
মন্তব্য করুন