ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের নতুন প্রাধ্যক্ষ হয়েছেন ড. আব্দুল্লাহ-আল-মামুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুন্সী শামস উদ্দিন আহাম্মেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, এতদ্বারা আপনাকে জানাচ্ছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮(১) ধারা অনুযায়ী উপাচার্য আপনাকে কাজে যোগদানের তারিখ থেকে নিম্নোক্ত শর্তে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ প্রদান করেছেন ৪- ১) আপনি সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। ২) আপনি বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন। ৩) আপনার এ নিয়োগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ৪) বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোন সময়ে এ নিয়োগ বাতিল করা যাবে।
এতে আরো বলা হয়, অনুগ্রহপূর্বক, উক্ত হলের প্রভোস্টের দায়িত্বভার গ্রহণ করে আপনার যোগদানপত্র অত্র অফিসে প্রেরণের জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে।
জানতে চাইলে সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, আমাকে হলের দায়িত্ব দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। হলে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করব। এসএম হল যেহেতু একটু ঐতিহ্যপূর্ণ হল সেটি যাতে অক্ষুণ্ণ থাকে সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।
মন্তব্য করুন