ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বৈষম্যবিরোধী সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে আগামী ৮ সেপ্টেম্বরে বসতে যাচ্ছে কাওয়ালী গানের আসর।
গণআত্মার কবিতা দ্রোহের গান কাওয়ালি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকার একটি দল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের দর্শক মাতাবেন বলে জানা গেছে।
সন্ধ্যায় কাওয়ালি গানের পাশাপাশি দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি করবেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬ টায়। কাওয়ালি সন্ধ্যার আয়োজন নিয়ে বৈষম্যবিরোধী সাংস্কৃতিক মঞ্চের আহ্বায়ক হান্নান রহিম জানান, ক্যাম্পাসের আশপাশের যারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে চায় সবাইকে নিয়েই আমরা অনুষ্ঠানটি আয়োজন করবো।
এ ছাড়া ঢাকা থেকে আমরা একটি দল আসব। আমরা দেখেছি এর আগে কয়েকটি বিভাগ কাওয়ালি গানের আয়োজন করেছে। যার কারণে আমারা ভরসা পাচ্ছি। আশা করি সবকিছু সুন্দরভাবে আয়োজন করতে পারব।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বৈষম্যবিরোধী সাংস্কৃতিক মঞ্চ এ আয়োজন করবে বলে জানা যায়।
মন্তব্য করুন