জবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

জবি ক্যাম্পাসে তোপের মুখে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা, ক্লাস-পরীক্ষায় নিষেধাজ্ঞা

ছাত্রলাীগ নেতা আবির-উজ-জামান। ছবি : কালবেলা
ছাত্রলাীগ নেতা আবির-উজ-জামান। ছবি : কালবেলা

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার হুমকি দেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ক্যাম্পাসে প্রবেশ করায় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছে। তাকে বিভাগ থেকে বহিষ্কার ও দ্রুত ক্যাম্পাস ত্যাগ করার দাবি জানালে বিভাগ তাকে সকল প্রকার ক্লাস-পরীক্ষা অংশগ্রহণ করতে নিষেধাজ্ঞা দেয়।

বুধবার (২৮ আগস্ট) সকাল ৯টায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিভাগের চেয়ারম্যান ড. মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত ছাত্রলীগ নেতা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের (২০১৯-২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবির-উজ-জামান। তিনি বর্তমানে ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের গণযোগাযোগবিষয়ক সম্পাদকের পদে আছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগের অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বিএসএস (২০১৯-২০) শিক্ষাবর্ষের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী আবীর-উজ-জামান, (আইডি নং বি-১৯০৪০৬০০২)-কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাইকে করে ক্যাম্পাসে যায় আবির। পরে সহপাঠীদের সঙ্গে তিনি ক্লাসে বসেন। এরই মধ্যে জানতে পেরে শিক্ষার্থীরা বিভাগের চেয়ারম্যানের রুমের সামনে অবস্থান নেয়। তাকে বহিষ্কারের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আন্দোলনে শুরু থেকেই তিনি ছাত্রদের বিরোধিতা করেছেন। গত ১৫ জুলাইতে প্রথম যেদিন ঢাবিতে ছাত্রীরা গিয়েছিল, সেদিন তাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন তিনি।

এ ছাড়া হাসিনা সরকারের পতনের দুদিন আগেও তিনি তার অস্তিত্বের টিকিয়ে রাখার জন্য শিক্ষার্থীদের হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিল ফেসবুক স্ট্যাটাসে। এত বাজে কথা বলতে পারে আবির- এ নিয়ে ঝড় উঠেছে শিক্ষার্থীদের মধ্যে।

বিভাগের (২০২০-২১) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদ বাপ্পি বলেন, আমাদের শত শত ভাইয়ের জীবন, চোখ দিতে হয়েছে যাদের জন্য তাদের আমরা বয়কট করেছি। আমাদের বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকেও তাকে বয়কট করা হয়েছে। আমাদের দাবি তাকে বহিষ্কার করা হোক।

এর আগে গত ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় আবিরসহ ৬ জনকে সাময়িক বহিষ্কার করে বিশবিদ্যালয় প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

আপিল না করেও খালাস পেলেন তারেক রহমান 

মালয়েশিয়ার মেঘের রাজ্য ক্যামেরন হাইল্যান্ড

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন / নিজেদের স্বার্থে টিউলিপকে ব্যবহার করে লেবার পার্টি

সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বর্তমান প্রেমিক ‍নিহত

ময়মনসিংহে হুমগুটি খেলায় জনতার ঢল

ম্যানচেস্টার-সিলেট-ঢাকা রুটে বিমান বন্ধের শঙ্কা, প্রবাসীদের ক্ষোভ

প্রধান উপদেষ্টার কাছে আজ সংস্কার প্রস্তাব জমা দেবে চার কমিশন

ফের মন্ত্রী হয়ে ফিরতে পারেন টিউলিপ!

১০

ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার

১১

ইউনিয়ন পরিষদের চেয়ার চায়ের দোকানে

১২

দিনাজপুরে হিমেল বাতাসে কনকনে ঠান্ডা

১৩

ববির লাইব্রেরি ও দুই হলের নাম পরিবর্তন করলেন শিক্ষার্থীরা

১৪

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার

১৫

সাবেক আইজি এম আজিজুল হক আর নেই 

১৬

টিউলিপের স্থলে নিয়োগ পেলেন এমা রেনল্ডস

১৭

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা

১৮

শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রি

১৯

চবিতে ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

২০
X