দেশের পূর্বাঞ্চলে বন্যাদুর্গত অসহায় মানুষদের উদ্ধার কার্যক্রমে সহযোগিতা এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের লক্ষ্যে লক্ষ্মীপুরে অবস্থান করছেন ঢাকা কলেজের একদল শিক্ষার্থী।
বুধবার (২৮ আগস্ট) ভোর রাতে ঢাকা কলেজ থেকে ত্রাণসামগ্রী নিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশে রওয়ানা দিয়েছেন তারা।
ঢাকা কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব বলেন, আমরা ঢাকা কলেজে অধ্যয়নরত রসায়ন বিভাগ পরিবারের উদ্যোগে কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের থেকে সংগ্রহ করা অর্থে বন্যার্তদের সহযোগিতার জন্য ফান্ড গঠন করেছি। আমরা সারারাত ত্রাণ প্যাকেজিং করে ভোর রাতে কলেজের বাসে ত্রাণ নিয়ে লক্ষ্মীপুর এসেছি।
তিনি বলেন, ত্রাণ বিতরণ শেষে আমরা আজ সারাদিন উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করব। রাতে আবার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করব।
ঢাকা কলেজের যেসব শিক্ষার্থী অর্থ, সময়, শ্রম এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ দুর্যোগের সময় সবার উচিত বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো। যার যা আছে তা দিয়ে সহযোগিতা করা। অর্থ না থাকলে সময়, শ্রম ও পরামর্শ দিয়ে অন্তত সঙ্গে থাকা, সাপোর্ট দেওয়া।
রাকিব জানান, ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চিড়া, মুড়ি, চিনি, গুড়, বিস্কুট, প্রয়োজনীয় ঔষধ, ফিটকিরি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি, কয়েল এবং দিয়াশলাই। এ সময় মোমবাতি, কয়েল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং জ্বর-ঠাণ্ডার ঔষধ বেশি প্রয়োজন।
মন্তব্য করুন