নির্ধারিত অফিস সময়ের আগেই ক্যাম্পাস ছাড়ার সময় শিক্ষার্থীদের বাধার মুখে পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা। পরে বাধ্য হয়ে পুনরায় অফিসে ফিরে যান তারা। রোববার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অধিকাংশ কর্মকর্তাই দুপুর ২টার বাসে ক্যাম্পাস ছাড়েন বলে অভিযোগ রয়েছে। তবে গত রোববার দুপুরে বাসে ক্যাম্পাস ছাড়ার সময় শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন তারা। এ সময় শিক্ষার্থীরা কর্মকর্তাদের পুরো সময় অফিস করতে বাস থেকে নেমে যেতে বলেন। পরে বাধ্য হয়ে কর্মকর্তারা নিজ অফিসে ফিরে যান এবং পুরো সময় অফিস করে বিকেল ৪টার বাসে ক্যাম্পাস ছাড়েন।
ক্যাম্পাস সূত্রে, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে। অফিস সময়ে ক্যাম্পাসের আম বাগানের চায়ের দোকানে দাবা খেলে ও খোশগল্প করে সময় কাটান তারা। এদিকে প্রশাসন ভবনে জরুরি কাগজপত্র উত্তোলনসহ বিভিন্ন সেবা পেতে ভোগান্তির শিকার হন শিক্ষার্থীরা। বিষয়টি সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং কর্মকর্তা সমিতির নেতারা চেষ্টা করেও বারবার ব্যর্থ হন।
শিক্ষার্থীদের অভিযোগ, আমরা প্রশাসন ভবনে প্রতিনিয়ত হয়রানির শিকার হই। অফিসে গিয়ে কর্মকর্তাদের পাওয়া যায়। সনদ উত্তোলনে পোহাতে হয় দীর্ঘ বিড়ম্বনা। অথচ আমরা খেয়াল করেছি, অনেক কর্মকর্তাই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অলস সময় কাটিয়ে বেড়ায়। নির্ধারিত অফিস সময়ের আগেই অনেকেই বাসায় চলে যান। তাদের আলাদা বাস থাকা সত্ত্বেও অনেক সময় শিক্ষার্থীদের বাসে উঠে ঝামেলা করেন তারা।
এ বিষয়ে ইবি কর্মকর্তা সমিতির সভাপতি দেওয়ান টিপু সুলতান বলেন, যেসব কর্মকর্তা তাদের দায়িত্বে ফাঁকি দেয়, অফিস সময়ের আগেই ক্যাম্পাস ছাড়েন তাদের এসব কর্মকাণ্ডকে আমি সমর্থন করি না। তবে তাদের এই বিষয়গুলোর তদারকির দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমরা আমাদের পক্ষ থেকেও যথাসাধ্য চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হলে সার্বিক বিষয় নিয়ে আলোচনায় বসে সমাধানের পথ খোঁজা হবে।
মন্তব্য করুন