ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের ওপর আনসার সদস্যদের হামলায় ঢাবি সাদা দলের উদ্বেগ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : সংগৃহীত

চাকরি জাতীয়করণের দাবিতে আনসার বাহিনীর বাংলাদেশ সচিবালয় ঘেরাও, উপদেষ্টাবৃন্দসহ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আটকে রাখা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাদা দল।

সোমবার (২৬ আগস্ট) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান এবং যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শহীদদের রক্তে রঞ্জিত ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দাবি আদায়ের নামে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা রাজপথে মিছিল- অবরোধ করে সরকারের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। এমনকি সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রবিন্দুকে ঘেরাও ও কর্মকর্তাদের আটক রেখে দাবি আদায়ের অপচেষ্টা করছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আনসার বাহিনীর মতো একটি সুশৃঙ্খল বাহিনী দাবি আদায়ের নামে গতকাল সচিবালয়ে যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাকে কোনো সাধারণ ঘটনা হিসেবে দেখার সুযোগ নাই। আমরা মনে করি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করে প্রকারান্তরে পতিত স্বৈরাচারের দোসরদের। পুনর্বাসন ও তাদের নীলনকশা বাস্তবায়নের অপচেষ্টা চালানো হচ্ছে।

নেতারা বলেন, আমরা যে কোনো মানুষ ও প্রতিষ্ঠানের ন্যায্য ও যৌক্তিক দাবির প্রতি সহানুভূতিশীল। তবে দাবি আদায়ের সময় ও পন্থা অবশ্যই যৌক্তিক হওয়া আবশ্যক। আমাদের বিশ্বাস বর্তমান অন্তর্বর্তী সরকার এসব বিষয়ে সচেতন। তাই যে কোনো সমস্যা সমাধানে সরকারকে যৌক্তিক সময় দেয়া বাঞ্ছনীয়। তা না করে দাবি আদায়ের নামে আনসার সদস্যরা গতকাল সচিবালয়ে যে ঘটনা ঘটিয়েছে তা শাস্তিযোগ্য অপরাধ বলে আমরা মনে করি।

হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে নেতারা বলেন, গতকালের সচিবালয় ঘেরাও, উপদেষ্টাসহ কর্মকর্তা-কর্মচারীদের আটকে রাখা ও ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হামলার সঙ্গে সংশ্লিষ্ট আনসার সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে সমন্বয়কসহ আহত সব শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারকে অনুরোধ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন

নানা আয়োজনে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা সায়েক এম রহমান

সংস্কারের নামে সময়ক্ষেপণ জনগণ মানবে না : লায়ন ফারুক

চাঁদপুরের জাহাজে হতাহতদের তিনজনের বাড়ি ফরিদপুরে

বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশনে রয়েছেন যারা

প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে গ্রহনযোগ্য নির্বাচন প্রয়োজন : অধ্যক্ষ ইউনুছ

ঢাকায় আসবেন ইলন মাস্ক!

আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ

জ্যোতি ও পিংকির সেঞ্চুরি

মুক্তিযোদ্ধা লাঞ্ছিতে দুই সমর্থককে বহিষ্কার করল জামায়াত

১০

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি, আটক ৫

১১

ডিএফপির নতুন মহাপরিচালক খালেদা বেগম

১২

সোনারগাঁয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, যুবক নিহত

১৩

নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে : হেলাল

১৪

স্ত্রী-ছেলের প্রতারণায় হাসপাতালে দিন কাটাচ্ছেন বৃদ্ধ ছলেমান

১৫

নির্মাতা শ্যাম বেনেগাল আর নেই

১৬

আওয়ামী স্বৈরাচারের নির্যাতন ভুলে যাওয়ার সুযোগ নেই : আমিনুল হক 

১৭

নাশকতার মামলা : মেজর হাফিজ ও আলতাফ চৌধুরীসহ খালাস ৮৪ জন

১৮

দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ‍্যোগ জরুরি 

১৯

ছাত্র আন্দোলনে হামলা : নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

২০
X