দেশের কয়েক জেলায় ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনগণের পাশে দাঁড়াতে ত্রাণ ও মেডিকেল ক্যাম্প পরিচালনার জন্য একটি টিম ফেনীতে পাঠিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় এ টিম ঢাকা থেকে রওনা দেয়।
এর আগে দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ত্রাণ সামগ্রীর প্যাকেটিং কার্যক্রম সম্পন্ন করেন ছাত্রদল নেতাকর্মীরা।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং সাংগঠনিক সম্পাদক নূরে আলম ভূইয়া ইমনসহ কয়েকশ নেতাকর্মী এ কার্যক্রমে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন