বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

গণতান্ত্রিক অধিকার নিয়ে কাজ করবে গণতান্ত্রিক অধিকার কমিটি

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। ছবি : কালবেলা।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। ছবি : কালবেলা।

গণতান্ত্রিক অধিকার হরণ ও মত প্রকাশের স্বাধীনতাবিরোধী যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে দাঁড়াতে, সমতা নিশ্চিত করতে এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা ও মানুষের প্রাণের বিনিময়ে অর্জন ব্যর্থ হওয়া ঠেকাতে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী শক্তির ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে দেশের বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে ‘গণতান্ত্রিক অধিকার কমিটি’ গঠিত হয়েছে।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ক্যাফেটেরিয়ায় অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষার্থী-শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।

অধ্যাপক ডা. হারুন-অর-রশিদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

এ সময় গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে করণীয় নিয়ে আলোচনায় আলোচকরা বলেন, প্রতিটি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেখা গেছে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের প্রাণের বিনিময়ে অর্জন ব্যর্থ হয়েছে। এবার একে ব্যর্থ হতে দেওয়া যায় না। সেজন্য গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী সব শক্তির একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জরুরি। সেজন্যই এই কমিটি গঠন করা হয়েছে।

তাদের দাবি, এই প্ল্যাটফর্ম গণতান্ত্রিক অধিকার হরণ ও মত প্রকাশের স্বাধীনতাবিরোধী যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে দাঁড়াবে। এই প্ল্যাটফর্ম পাহাড় ও সমতলের সব নাগরিকের গণতান্ত্রিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে, নিবর্তনমূলক ও জনবিরোধী আইন বাতিল করতে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে, শ্রমিক ও কৃষকের অধিকার রক্ষা করতে, দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করাসহ সব ধরনের গণতান্ত্রিক দাবিতে কাজ করে যাবে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অধ্যাপক ডা. হারুন-অর-রশিদ, আবদুল্লাহ ক্বাফী রতন, অধ্যাপক তানজিমউদ্দীন খান, সীমা দত্ত, সামিনা লুৎফা নিত্রা, মাহা মীর্জা, প্রকৌশলী কল্লোল মোস্তফা। এছাড়াও সদস্য হিসেবে থাকবেন অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক সলিমুল্লাহ খান, অধ্যাপক আকমল হোসেন, অধ্যাপক মামুন আল রশিদ, অধ্যাপক মোহাম্মদ, আজম, মোশাহিদা সুলতানা রিতু, ড. স্নিগ্ধা রেজওয়ানা, সাংবাদিক আবু সাঈদ খান, আশরাফ কায়সার, বিধান রিবেরু, আনিস রায়হান, চৌধুরী মুফাদ আহমেদ, এএসএম কামাল উদ্দীন, আফজালুর বাসার, মযহারুল ইসলাম বাবলা, ব্যরিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অ্যাড. মানজুর আল মতিন, লেখক ও শিল্পী মোস্তফা জামান, শিল্পী অরুপ রাহী, মফিজুর রহমান লাল্টু, বিথী ঘোষ, সুষ্মিতা রায় সুপ্তি, আজিমুন নূজহাত মণিষা, ওমর তারেক চৌধুরী, জামশেদ আনোয়ার তপন, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, কামার আহমাদ সাইমন, অধ্যাপক ডা. কাজী রফিকুল ইসলাম, ডা. জয়দীপ ভট্টাচার্য, নাসিমুল খবির ডিইক, তসলিমা আক্তার লিমা, জলি তালুকদার, আমেনা খাতুন, সুনয়ন চাকমা, হারুন-অর-রশিদ ভুইয়া, মানস নন্দী, শামীম ইমাম, সত্যজিৎ বিশ্বাস, বাকী বিল্লাহ, ইকবাল কবীর, আফজাল হোসেন, রাশেদ শাহরিয়ার, সুনয়ন চাকমা,রাগিব নাঈম, সালমান সিদ্দিকী, দিলীপ রায়, সৈকত আরিফ, সায়েদুল হক নিশান, অঙ্কন চাকমা, তাওফিকা প্রিয়াসহ বৈঠকে উপস্থিত ও প্রস্তাবিত শিক্ষার্থী-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় শতাধিক ব্যক্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শোভাযাত্রার পেছনের শিল্পীদের বিদেশ থেকে হুমকি’

ইসরায়েলের স্বপ্নভঙ্গ : বাংলাদেশ দিল শেষ সিদ্ধান্ত

নববর্ষে গুণী ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিল সীবলী সংসদ

এবার সিরাজগঞ্জ জেলা যুবদল সভাপতি-সম্পাদককে শোকজ

ছোট ভাইয়ের ধাক্কায় প্রাণ গেল বড় ভাইয়ের

আশুলিয়ায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের হানা, যে প্রমাণ মিলল

চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার দুই

মোদিকে ড. ইউনূসের সঙ্গে চুক্তি করতে বললেন মমতা

এসএ গ্রুপের ‘চ্যাম্পিয়ন ডিলারস্‌ রিট্রিট’ অনুষ্ঠিত

বেনাপোল স্থলবন্দর দিয়ে চাল ও সুতা আমদানি বন্ধ

১০

দুদকের অভিযান / শরীয়তপুরে সাব-রেজিস্ট্রার অফিসে জমির শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকি

১১

একটি ময়লার ভাগাড়ে ব্যাহত হাজারো শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম

১২

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ, ছাত্রদলের নিন্দা

১৩

আশুলিয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ : ৬ দফা দাবিতে সড়ক অবরোধ

১৪

বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় ভারতের নাম

১৫

সৌদি আরবে ২০ হাজার বাংলাদেশি গ্রেপ্তার দাবিতে প্রচার, যা জানাল রিউমর স্ক্যানার

১৬

সাব-রেজিস্ট্রি অফিসে হাজির দুদক, ব্যাগে মিলল হাজার হাজার টাকা

১৭

কাপ্তাই হ্রদে মাছ শিকারে তিন মাসের নিষেধাজ্ঞা

১৮

নরসিংদীতে ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

১৯

নির্বাচন ইস্যুতে আরও কাছাকাছি বিএনপি-জামায়াত!

২০
X