জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মো. জহির উদ্দিন আরিফের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টা আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (১৮ আগস্ট) বেলা ১১টায় চেয়ারম্যানের স্বেচ্ছায় পদত্যাগের দাবিতে এ আলটিমেটাম দেন তারা। আগামীকাল বেলা ১১টার মধ্যে পদত্যাগের আহ্বান জানান বিভাগের শিক্ষার্থীরা।
এদিকে দুপুর সাড়ে ১২টায় চেয়ারম্যান জহির উদ্দিনের পদত্যাগের দাবিতে রফিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এরপর দুপুর ১টায় বিক্ষোভরত শিক্ষার্থীদের কাছে আসেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী।
তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে ইন্টারেকশনের (সম্পর্ক) বিষয়টা হলো- শিক্ষক হিসেবে আমার সবচেয়ে বেশি গর্বের জায়গা। আমি জানি, মার্কেটিং বিভাগে আপনারা চেয়ারম্যানের কারণে ভোগান্তিতে আছেন। আপনাদের কিছু যৌক্তিক দাবি-দাওয়া আমার কাছে এসেছে। চেয়ারম্যানকে বরখাস্ত করতে কিছু আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তবে বিভাগের শিক্ষক হিসেবে চেয়ারম্যানের পদত্যাগের বিষয়টি আমি নিশ্চিত করব।
চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ‘স্পষ্ট বিবৃতি’ শিরোনামে একটি বিবৃতিও দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।
বিবৃতিতে বলা হয়, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সব শিক্ষার্থী, গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে এ বিবৃতি প্রকাশ করছি যে, আমাদের চেয়ারম্যান চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীর বিপক্ষে অবস্থান করেন এবং আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে ভয়ভীতিমূলক আচরণ করেন।
এছাড়াও চেয়ারম্যান জহির উদ্দিন আরিফের কারণে বিভাগের শিক্ষার মান হ্রাস পেয়েছে এবং শিক্ষার্থীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। যার মাধ্যমে শিক্ষার্থীরা অবহেলার শিকার হয়ে আসছে।
অতএব, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চেয়ারম্যানকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। অন্যথায়, আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো।
মন্তব্য করুন