ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৯:৩০ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি অধ্যাপক রশীদের অব্যাহতির দাবিতে বিভাগীয় অফিসে তালা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগ করা ভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশীদের অব্যাহতির দাবিতে অসহযোগ আন্দোলন ঘোষণা করেছেন তার নিজ বিভাগের শিক্ষার্থীরা।

এই আন্দোলনের অংশ হিসেবে গত শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিভাগীয় অফিসে তালা ঝুলিয়ে ও প্রতিবাদী ব্যানার টাঙিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

তাদের টাঙানো ব্যানারে লেখা হয়, স্বৈরাচারের দোসর, নজিরবিহীন দুর্নীতিবাজ, আনফেয়ার নিয়োগের জনক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সদ্য পদচ্যুত ভিসি ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আব্দুর রশিদের অব্যাহতির দাবিতে শিক্ষার্থীদের এই অসহযোগ আন্দোলন।

শিক্ষার্থীরা বলছেন, আগামী রোববার বেলা ১১টার মধ্যে অধ্যাপক আবদুর রশিদ স্বেচ্ছায় অবসর গ্রহণ না করলে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রমে অংশ নিবেন না বলে হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষার্থীরা।

বিভাগটির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বৈরাচারের পৃষ্ঠপোষকতা করা, দুর্নীতি ও নিয়োগে অনিয়ম, শিক্ষার্থীদের সাথে স্বেচ্ছাচারী আচরণ ও নারীঘটিত বহু অভিযোগ রয়েছে এই অধ্যাপকের বিরুদ্ধে।

ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আব্দুর রহমান আল ফাহাদ বলেন, অ্যালামনাই ও সকল শিক্ষার্থীর সম্মতিক্রমে অসহযোগ আন্দোলনের আহ্বান করা হয়েছে। তারই অংশ হিসেবে আমরা ডিপার্টমেন্টের অফিসের দরজায় ব্যানার ও তালা ঝুলিয়ে সিল গালা করে দিয়েছি। আগামী রোববার বেলা ১১টার মধ্যে আব্দুর রশিদ স্যার স্বেচ্ছায় অবসর গ্রহণ না করলে আমরা আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করব। আব্দুর রশিদের অব্যাহতির পূর্বে কোনোক্রমেই ডিপার্টমেন্টের অফিসে কোনো ধরনের কার্যক্রম চলবে না। আমাদের বাকি দাবিগুলো আদায়ের পূর্বে আমরা কোনো শিক্ষার্থী ক্লাসে ফিরে যাব না।

নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগটির আরেক শিক্ষার্থী বলেন, আমি যখন প্রথম বর্ষে ছিলাম তখন এক দিন স্যারের ক্লাসে এটেন্ডেন্স নেওয়ার সময় আমার ক্লাস রোলটি বুঝতে পারিনি, তাই এটেন্ডেন্স দিতে একটু দেরি হয়। পরবর্তীতে যখন দাঁড়িয়ে বিনয়ের সাথে এটেন্ডেন্স দেওয়ার অনুরোধ করলাম, তিনি দেননি। বরং আমাকে ওনার পুরো ক্লাসের সময় দাঁড় করিয়ে রাখেন। এইটুক ভুলের কারণে অনার্স পড়ুয়া একজন শিক্ষার্থীর সাথে এমন আচরণ করাটা অপমানজনক। সেদিন নিজেকে অনেক ছোট মনে হয়েছিল।

এ বিষয়ে বক্তব্য জানতে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সানাউল্লাহকে একাধিকবার কল দিলেও সাড়া পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সহায়তা ছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশয়

ডাক ও টেলিযোগাযোগ খাতের দুর্নীতি অনুসন্ধানে টাস্কফোর্স গঠন

মুগদা থানার ০৬নং ওয়ার্ডে ছাত্রদলের কর্মিসভা

দুদকের অনাপত্তিপত্র ছাড়াই থার্ড টার্মিনালের পিডি নিয়োগ

সাফল্যের ৭ বছরে দেশের শীর্ষস্থানীয় বিউটি ই-কমার্স ‘চারদিকে’

সিরাজগঞ্জে ট্রিপল মার্ডারের আসামি রাজীবের মৃত্যুদণ্ড

মহিলা পরিষদের বিবৃতি / নারীকে আজ আর ঘরেও নিরাপদ রাখা যাচ্ছে না

প্রকল্পের কাজ ঠিকাদার নয়, বাংলাদেশ বান্ধব হতে হবে : দুদক চেয়ারম্যান

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এলজির উদ্যোগে ‘এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৫’

১০

ওয়্যারড্রবে গুলি ও অস্ত্র রেখে দেন ইফতি, অতঃপর...

১১

আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর

১২

জামায়াতকে ‘ধর্ম ব্যবসায়ী-প্রতারক’ আখ্যা বিএনপি নেতা বাচ্চুর

১৩

খেলাফত মজলিস-এনসিপির সংলাপ, ৮ দফা ঐকমত্য

১৪

নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের সময় বাড়ল

১৫

৩০ হাজার তরুণকে নিয়োগ দিল ফিলিস্তিন যোদ্ধারা

১৬

ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে প্রিন্সের শুভেচ্ছা বিনিময় 

১৭

বেঁচে থাকার লড়াইয়ে কচ্ছপ খাচ্ছে গাজাবাসী

১৮

আসছে ইমন-দীঘির ‘দেনাপাওনা’

১৯

জিয়া মঞ্চের সভাপতি হওয়া সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

২০
X