ভুয়া টিউশন মিডিয়ার ফাঁদে পড়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এতে লক্ষাধিক টাকা খোয়ানোর অভিযোগ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, আবরার রহমান আবীর নামে একটি টিউশন মিডিয়ার কাছে টিউশনের কমিশন হিসেবে টাকা দেন শিক্ষার্থীরা। পরে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোন নম্বর ব্লক লিস্টে দেয় ও পরে ফোন বন্ধ করে রাখে— এমনটাই অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪৫ শিক্ষার্থীর কাছে থেকে ২৫ জুন থেকে ১৩ আগস্ট পর্যন্ত প্রায় ১ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এ ছাড়া অনেক শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। পরে শিক্ষার্থীরা গত ১৪ আগস্ট কোতোয়ালি মডেল থানায় আবরার রহমান আবীর টিউশন মিডিয়ার নামে একটি জিডি করেন।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সীমান্ত মিয়া বলেন, আমরা ৪৫ জন কুবি শিক্ষার্থী টিউশনের জন্য আবরার রহমান আবীর নামে এই ফেসবুক পেজটির সঙ্গে যোগাযোগ করি। তখন পেজটি থেকে আমাদের টিউশন দেওয়ার কথা বলে ১ লাখ ২০ হাজার টাকা নিয়েছে কিন্তু কোনো টিউশনি দেয়নি। যখন আমরা টিউশনির জন্য চাপ প্রয়োগ করতে শুরু করি তখন আমাদের ব্লক করে দেওয়া হয়। আমরা এর সঠিক তদন্ত এবং যথাযথ বিচারের জন্য কুমিল্লায় কোতোয়ালি মডেল থানায় একটি জিডি করি।
এ বিষয়ে টিউশন মিডিয়ার দেওয়া ফোন নম্বরে একাধিক বার কল করলেও কল রিসিভ হয়নি।
কোতোয়ালি মডেল থানার এসআই আশিকুর রহমান বলেন, আমি শিক্ষার্থীদের জিডি পেয়েছি। টেকনিক্যাল সমস্যার কারণে এখনো আমরা কার্যক্রম শুরু করতে পরিনি। আগামী রবি বা সোমবারের মধ্যে কাজ শেষ করব।
প্রতারক আবরার রহমান আবিরের ব্যবহৃত বিকাশ নম্বরটি আরও কয়েকটি পেজের নম্বরের সঙ্গে মিল পাওয়া গেছে। তার মধ্যে আতিক পার্টস অ্যান্ড বাইক সার্ভিসিং সেন্টার, ম্যারেজ মিডিয়া ও হালাল কবিরাজ নামে ফেসবুক পেজ রয়েছে।
মন্তব্য করুন