শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। বুধবার (১৪ আগস্ট) ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
উপাচার্যের পদত্যাগের আগে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে শিক্ষকদের ডরমিটরি এবং উপাচার্যের বাসভবন 'দুখু মিয়া বাংলোতে' তালা মেরে দেয়। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে কলা অনুষদ ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথও নেন তারা।
এদিকে উপাচার্যের পদত্যাগের পর ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে উপাচার্য পদত্যাগ করলেও রেজিস্ট্রার, ট্রেজারার, পরিবহন প্রশাসক এবং উপাচার্যপন্থি প্রশাসনিক দায়িত্বপ্রাপ্তদের পদত্যাগসহ ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
মন্তব্য করুন