পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) রেজিস্ট্রার অফিস থেকে এ নিয়ে এক অফিস আদেশ জারি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের নীতিনির্ধারণী ব্যক্তিবর্গের সঙ্গে জরুরি আলোচনা ও বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ধারা ১১ (১২) অনুযায়ী সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ড (সব ধরনের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন ও পেশাজীবী সংগঠন) বন্ধ করা হলো অর্থাৎ রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হলো।
এর আগে গতকাল উপাচার্যের কাছে ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে সব রাজনীতি বন্ধসহ ১৩ দফা দাবি দেন শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে গতকাল বিকেলে একাডেমিক কাউন্সিলের মিটিং এবং রাতে রিজেন্ট বোর্ডের মিটিং ডাকেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।
মন্তব্য করুন