জাবি প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৮:৫৩ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

জাবিতে শিক্ষকদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

জাবিতে শিক্ষকদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : কালবেলা
জাবিতে শিক্ষকদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : কালবেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষকদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের সভাপতি তাপস কুমার দাস এবং সহযোগী অধ্যাপক সুপ্রভাত পালকে চাকরিচ্যুত করার দাবিতে মানববন্ধন করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (১১ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন আইন ও বিচার বিভাগের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা। এর আগে সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি মিছিল নিয়ে শহীদ মিনার চত্বরে যান তারা।

মানববন্ধনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশি গ্রেপ্তারে শিক্ষার্থীদের কোনো সহযোগিতা না করা, শিক্ষার্থীদের দুষ্কৃতকারী ও শিবির বলে ট্যাগ দেওয়া। এ ছাড়া ছাত্রীকে যৌন নিপীড়ন, পরিকল্পিতভাবে রেজাল্ট কমিয়ে দেওয়া ও ক্লাসে অশিক্ষকসুলভ আচরণসহ নানা অভিযোগ তুলে ধরেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে আইন ও বিচার বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রিয়াজুল রাহী বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলাম। তার পরিপ্রেক্ষিতে আমাকে পুলিশ গ্রেপ্তার করে। তখন বিষয়টি তাপস স্যারকে জানানো হলে তিনি আমাকে হিজবুত তাহরীর লোক ও দুষ্কৃতকারী আখ্যা দেন। যেখানে অন্য বিভাগের শিক্ষকরা আটক হওয়া শিক্ষার্থীদের ছাড়িয়ে নিচ্ছেন, সেখানে আমার বিভাগের স্যার এসব কথা বলেন!’

বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আরশাদুল ইসলাম বলেন, ‘আন্দোলনের সময় হল বন্ধ ঘোষণা করায় আমরা অনেকেই আশপাশের এলাকায় থাকতাম। আমার বিভাগের ভাই-বন্ধুদের পুলিশ ধরে নিয়ে যাওয়ায় ডিন হিসেবে তার কাছে সহযোগিতা চাই। তখন তিনি হল বন্ধ, ভার্সিটি বন্ধ তাহলে তোমরা ক্যাম্পাসে কী করো—এসব বলে চার্জ করতে শুরু করেন। তিনি তাদের শিবির বলেও আখ্যায়িত করেন। আরেক শিক্ষার্থী সৃজনকে গ্রেপ্তারের পর তার বাবা কল দিয়ে সহযোগিতা চাইলে তিনি সৃজনের বাবার সঙ্গেও বাজে আচরণ করেন। আমরা তার পদত্যাগ চাই!’

এদিকে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনায় মদদদাতা শিক্ষকদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মহুয়া চত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন, ‘১৫ জুলাই আমাদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের হামলার পরিপ্রেক্ষিতে বিচার চাইতে উপাচার্যের বাসভবনে গিয়েছিলাম। সেখানে ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসী নিয়ে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এই হামলার মদদদাতা ছিলেন কিছু নামধারী শিক্ষক। এসব শিক্ষকের প্রতি নিন্দা, ঘৃণা ও লজ্জা জানাই। আপনাদের শিক্ষক হিসেবে উচিত ছিল ন্যায়নীতির পক্ষে থাকা। কিন্তু আপনারা সাবেক সরকারের চাটুকারিতা করে চাকরিতে থাকার যোগ্যতা হারিয়েছেন। অনেক শিক্ষক এরই মধ্যে পদত্যাগ করেছেন, বাকি যারা পদত্যাগ করেননি তাদের অতিদ্রুত পদত্যাগ করতে হবে।’

অন্যদিকে একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছয় শিক্ষকের চাকরিচ্যুত করে শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। রোববার দুপুর দেড়টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অভ্যন্তরে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

এ সময় শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ইস্রাফিল আহমেদ রঙ্গন, অধ্যাপক একেএম ইউসুফ হাসান, অধ্যাপক আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক আশরাফুল হাবীব, ফাহিম মালিক ও মহিবুর রৌফ শৈবালের পদত্যাগ দাবি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ল বৃদ্ধ

বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১৭

নতুন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন আদীব

তরুণদের নতুন দলের শীর্ষ পদে আরও ৪ জন

বুয়েটের কর্মশালায় বক্তারা / ‘খাল ও বর্জ্য ব্যবস্থাপনার অভাবে জলাবদ্ধতা বাড়ছে’

সাভার সরকারি কলেজে আত্মরক্ষার প্রশিক্ষণ আয়োজনে ‘ছবিঘর’

মেজর সিনহার স্মরণে বাহারছড়ায় স্মৃতিফলক উন্মোচন

‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’র পদ থেকে রাবির ২ সদস্যের পদত্যাগ

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা

সাবেক ওসি ও গোয়েন্দা পরিদর্শকসহ চার পুলিশ কারাগারে

১০

বইমেলায় নতুন বই ‘তথ্যপ্রযুক্তির অগ্রদূত বেগম খালেদা জিয়া’

১১

৫৯ হাজার লিটার সয়াবিন তেল মজুত, ম্যানেজারকে জরিমানা

১২

মজা করে ডিএনএ টেস্ট, মাথায় হাত তরুণীর!

১৩

তুরস্কের ৪০ বছরের লড়াইয়ের অবসান, পিকেকে-কে অস্ত্র সমর্পণের নির্দেশ

১৪

সরকারি কর্মসূচিতে দেখা মিলল আ.লীগ নেতাদের

১৫

বাংলাদেশে জনপ্রিয়তায় সর্বোচ্চ শিখরে তারেক রহমান : যুবদল সভাপতি

১৬

গ্রেপ্তার হাবিপ্রবির সেই ৪ কর্মকর্তা বরখাস্ত

১৭

সামরিক বহরে অত্যাধুনিক সরঞ্জাম যুক্ত করল ইরান

১৮

দেওয়ানি কার্যবিধি সংশোধন অধ্যাদেশের খসড়ায় মতামত আহ্বান

১৯

জবিতে ৪ বার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে রেকর্ড গড়লেন তামান্না

২০
X